‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

৩০ ডিসেম্বর ২০২২

২:৫০:১৯ PM
1334439

১১ জানুয়ারি ঢাকাসহ সারাদেশে গণঅবস্থান কর্মসূচি পালনের ঘোষণা বিএনপির

দশ দফা দাবীর অংশ হিসেবে আগামী ১১ জানুয়ারি ঢাকাসহ সারাদেশে গণঅবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ১০ দফা দাবির প্রথম কর্মসূচি ছিল আজকের গণমিছিল।

দ্বিতীয় কর্মসূচি হচ্ছে আগামী ১১ জানুয়ারি গণঅবস্থান কর্মসূচি। ঢাকায় এ কর্মসূচি নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। ঢাকা ছাড়াও সারাদেশে ৯টি বিভাগীয় শহরে একইভাবে ৪ ঘণ্টা গণঅবস্থান কর্মসূচি পালিত হবে। যা সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে বেলা ২টা পর্যন্ত।

আজ শুক্রবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে অস্থায়ী মঞ্চে সংক্ষিপ্ত বক্তব্যে এ কর্মসূচি ঘোষণা দেন তিনি। সরকারের পদত্যাগ দাবি করে বিএনপির এ নেতা বলেন, সংসদ ভেঙে দিতে হবে। নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারে গঠন করতে হবে। তারাই নতুন নির্বাচন কমিশন গঠন করবে। তাদের অধীনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে দেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে।

একই সাথে আগামী ১১ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে নব গঠিত ১২ দলীয় জোট। জোটের নেতা কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহীম বীর প্রতীক এ ঘোষণা দেন। শুক্রবার বিকেলে রাজধানীর বিজয় নগর মোড়ে সরকার পতনসহ ১০টি দাবিতে যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি গণমিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই ঘোষণা দেন।

সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির (কাজী জাফর) সভাপতি মোস্তফা জামাল হায়দার। সমাবেশে সৈয়দ মুহাম্মদ ইবরাহীম বীর প্রতীক বলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবির পাশাপাশি, সংসদ ভেঙে দেওয়া, বন্দি নেতাকর্মী ও আলেম-ওলামাদের মুক্তির দাবিতে এই আন্দোলন। বক্তারা বলেন, সরকারের পদত্যাগ ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ আন্দোলন চলবে। তারেক জিয়াকে দেশে আসতে দিতে হবে বলে জানান আন্দোলনের নেতাকর্মীরা।#

342/