‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

১ জানুয়ারী ২০২৩

৬:৪১:২৬ PM
1335083

মার্কিন জীবাণু অস্ত্র সমগ্র বিশ্বের জন্য হুমকি

আমেরিকার ভেতরে অসংখ্য বায়োলজিক্যাল ল্যাব বা জৈব গবেষণাগার রয়েছে। এর বাইরেও বিশ্বের বিভিন্ন প্রান্তে ২০০টিরও বেশি বায়োলজিক্যাল ল্যাব গড়ে তুলেছে আমেরিকা।

মার্কিন যুক্তরাষ্ট্র ১৯১৮ সাল থেকে তাদের শত্রুদের বিরুদ্ধে বায়োলজিক্যাল টক্সিন বা জৈব বিষ ব্যবহার করে আসছে। তবে জীবাণু অস্ত্র উৎপাদনের নয়া কর্মসূচি শুরু করেছে ১৯৪২ সালে। আমেরিকাই এখন পর্যন্ত বিশ্বের একমাত্র দেশ যারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করেছে।

জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে পারমাণবিক বোমার বিস্ফোরণ প্রমাণ করেছে আমেরিকা তাদের প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে কোনোরকম নীতি নৈতিকতা মেনে চলে না।

ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার দিন দশেক পরে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কিয়েভের বায়োলজিক্যাল ল্যাবগুলোর কর্মীদের কাছ থেকে ব্যাপক তথ্য পাবার কথা ফাঁস করেছিল। রাশিয়া বলেছে, প্রাপ্ত তথ্য অনুযায়ী কিয়েভ অবিলম্বে তাদের দেশে চলমান সামরিক বায়োলজিক্যাল ল্যাবগুলোর কার্যক্রমের নথিপত্র ধ্বংস করতে চায়। ওই ল্যাবগুলো মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছিল বলে জানা যায়। এই তথ্য ফাঁস হওয়ায় পেন্টাগন উদ্বিগ্ন হয়ে পড়ে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকভ জানান: আমরা তথ্য-প্রমাণ পেয়েছি, ইউক্রেনের জৈব পরীক্ষাগারে প্লেগ, অ্যানথ্রাক্সের মতো বিপজ্জনক প্যাথোজেনগুলো ২৪ ফেব্রুয়ারিতেই জরুরী ভিত্তিতে ধ্বংস করতে চেয়েছে কিয়েভ। ল্যাবগুলোর কর্মচারীর কাছ থেকে আরও জানা গেছে কলেরা, ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ তুলারেমিয়াসহ অন্যান্য মারাত্মক রোগের জীবাণু নিয়ে ওইসব ল্যাবে কাজ করা হচ্ছিলো।

সেইসব নথি এখন রাশিয়ার বিশেষজ্ঞরা তাদের রেডিওলজিক্যাল, কেমিক্যাল এবং বায়োলজিক্যাল প্রোটেকশন ফোর্স পরীক্ষা করে দেখছে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও বলেছেন: তাদের কাছে এমন সব তথ্য রয়েছে যেগুলো প্রমাণ করে পেন্টাগন ইউক্রেনের কিয়েভ, ওডেসাসহ অন্যান্য শহরে বিদ্যমান মার্কিন সামরিক ল্যাব এবং জৈব- রাসায়নিক স্থাপনাগুলো নিয়ে ব্যাপক উদ্বিগ্ন। তাদের উদ্বেগের অন্যতম কারণ হলো ল্যাবগুলোর নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা।#

342/