‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

৯ জানুয়ারী ২০২৩

৩:৪১:৪৬ PM
1337192

পাল্টা হামলায় ইউক্রেনের ৬০০ সেনা নিহত -রাশিয়ার দাবি

রাশিয়া জানিয়েছে, তাদের সামরিক বাহিনীর পাল্টা হামলায় ইউক্রেনের অন্তত ৬০০ সেনা নিহত হয়েছে। চলতি মাসের প্রথম দিন দোনেস্ক অঞ্চলের মাকিয়েভকা শহরের একটি অস্থায়ী ঘাঁটিতে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার বহু সেনা নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে রুশ বাহিনী এই হামলা চালায়।

গতকাল রোববার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পূর্ব ইউক্রেনের ক্রামাতর্স্ক শহরের একটি অস্থায়ী ক্যাম্পের দুটি ভবনে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার ফলে ইউক্রেনের এসব সেনা নিহত হয়।

বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই দুটি ভবনে ১৩০০’র বেশি সেনা অবস্থান করছিল এবং ভবন দুটিকে তারা নিজেদের ব্যারাক হিসেবে ব্যবহার করছিল। খুবই নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে রাশিয়ার সেনারা এই ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্যাপকভিত্তিক ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে সেখানে ৬০০’র বেশি সেনা নিহত হয়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির ব্যাপারে কিয়েভ সরকার কোনো মন্তব্য করেনি তবে ইউক্রেনের সেনা মুখপত্র চেরহি চেরেভাটি রাশিয়ার এই দাবী নাকচ করেছে। তিনি বলেছেন, এটি হলো রাশিয়ার আরেকটি নতুন অপপ্রচার। এর আগে ক্রামাতর্স্ক শহরের মেয়র বলেছিলেন যে, শহরের বিভিন্ন ভবনে রাশিয়ার ব্যাপক হামলা করেছে তবে এতে কেউ নিহত হয়নি।
ইউক্রেনের পক্ষ থেকে এই দুই কর্মকর্তার ৬০০ সেনা নিহতের খবর নাকচ করার প্রেক্ষাপটে এখন তা নিশ্চিত করার জন্য রাশিয়াকে প্রমাণ তুলে ধরতে হবে। যদি ৬০০ সেনা নিহতের ঘটনা সত্যি বলে প্রমাণ হয় তবে এটি হবে গত দশ মাসে রাশিয়ার একক হামলায় ইউক্রেনের সেনাদের সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা।#

342/