১৪ জানুয়ারী ২০২৩ - ১৫:১৩
ইহুদিবাদী সেনাদের হামলায় আরো তিন ফিলিস্তিনি তরুণ শহীদ

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরের কাছে একটি গ্রামে আজ (শনিবার) আবারও ইহুদিবাদী ইসরাইলের সেনারা আগ্রাসন চালিয়েছে। এতে অন্তত তিন ফিলিস্তিনি তরুণ শহীদ হয়েছেন।

পশ্চিম তীরের উত্তর অঞ্চলে ইহুদিবাদী সেনাদের হামলায় আহত হওয়া এক তরুণের মৃত্যুর কয়েক ঘন্টা পরে নতুন করে এই তিন তরুণকে শহীদ করল বর্বর ইহুদী সেনারা।

ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আজ সকালে জাবা শহরের প্রবেশ মুখে ২৪ বছর বয়সী ইজেদ্দিন বাসেম হামামারেহ, ২৩ বছর বয়সী আমজাদ আদনান খালিলিয়া এবং ইয়াজান আল জাব্বারি নামের তিন তরুণকে ইহুদিবাদী সেনারা হত্যা করে।

ফিলিস্তিনের নিরাপত্তা সূত্র ওয়াফা বার্তা সংস্থাকে জানিয়েছে, ইসরাইল সেনারা জাবা শহরের প্রবেশ মুখে একটি গাড়ি লক্ষ্য করে ব্যাপকভাবে গুলি চালায় এবং এতে ওই দুই তরুণ নিহত হন।

এর আগে ইসরাইলি সেনারা জাবা শহরের প্রবেশ মুখে একটি চেকপয়েন্ট প্রতিষ্ঠা করে এবং এ নিয়ে ফিলিস্তিনিদের সঙ্গে ইহুদিবাদি সেনাদের সংঘর্ষ শুরু হয়। এ সময় ইসরাইলি সেনাদের গুলিতে বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন।#

342/