সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজগুলোতে দেখা যায়, ফিলিস্তিনি জনতা ১৮ বছর বয়সি আব্দুল হাদি নাজ্জাল এবং ২৫ বছর বয়সি হাবিব মোহাম্মাদ ইকমাইলের মরদেহ কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছেন। এ সময় তারা পশ্চিম তীরে ইসরাইলি বর্বরতার তীব্র প্রতিবাদ জানান এবং ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ইসরাইলি দখলদারিত্ব অবসানের দাবি জানান।
বৃহস্পতিবার জেনিন শহরে ইসরাইলি সেনারা নাজ্জালের বুকে ও ঘাড়ে গুলি করে। ওই কিশোর গতকাল (শুক্রবার) জেনিনের একটি হাসপাতালে মারা যান।
বৃহস্পতিবার একই শহরে ইহুদিবাদী সেনারা ইকমাইলকে লক্ষ্য করে গুলি চালায়। ওই গুলি ইকমাইলের মস্তক ভেদ করে চলে যায় এবং তিনি মত্যুর কোলে ঢলে পড়েন। এ নিয়ে নতুন বছরের প্রথম ১৩ দিনে দখলদার ইসরাইলি সেনাদের হামলায় নয়জন ফিলিস্তিনি শাহাদাতপ্রাপ্ত হলেন।#
342/