‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

১৫ জানুয়ারী ২০২৩

৫:১২:২৪ PM
1338633

সিরিয়ার প্রতি পূর্ণ সমর্থন অব্যাহত রাখবে ইরান: আমির-আব্দুল্লাহিয়ান

সিরিয়ার প্রতি পূর্ণ সমর্থন অব্যাহত রাখার কথা ঘোষণা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি বলেছেন, সকল ক্ষেত্রে দু’দেশের মধ্যে সহযোগিতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে তেহরান প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।তিনি গতকাল (শনিবার) দামেস্কে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে এক বৈঠকে তার দেশের এ অবস্থান তুলে ধরেন।

বাশার আসাদকে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির শুভেচ্ছা পৌঁছে দিয়ে ইরানের শীর্ষ কূটনীতিক বলেন, তার দেশ সিরিয়ার উন্নতি ও নিরাপত্তাকে নিজের উন্নতি ও নিরাপত্তা বলেই মনে করে। সিরিয়ার প্রতি ইরানের কঠিন সমর্থন অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

সাম্প্রতিক সময়ে গৃহযুদ্ধোত্তর সিরিয়ার বৈদেশিক সম্পর্কের বিস্তার ঘটায় সন্তোষ প্রকাশ করেন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি বলেন, নতুন নতুন দেশ সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করতে এগিয়ে আসায় বোঝা যায়, আঞ্চলিক ঘটনাপ্রবাহে সিরিয়ার অপরিসীম গুরুত্ব রয়েছে।

বৈঠকে ইরানকে সিরিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ দেশ বলে বর্ণনা করেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেন, বিগত দশকে তার দেশে বিদেশি মদদে চাপিয়ে দেয়া সহিংসতা নিরসনে ইরান যে ভূমিকা রেখেছে তা কৃতজ্ঞচিত্তে স্মরণে রাখবে দামেস্ক। তিনি ইরানের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।#

342/