‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

২১ জানুয়ারী ২০২৩

৬:৩৫:১০ PM
1340042

লেবাননের নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়লো মোসাদের গুপ্তচর

লেবাননের নিরাপত্তা বাহিনী ইহুদিবাদী গোয়েন্দা সংস্থা ‘মোসাদ’-এর এক গুপ্তচরকে আটক করেছে। বার্তা সংস্থা ইরনা জানিয়েছে: লেবাননের আল-আখবার দৈনিক ওই গোয়েন্দার পরিচয় দিতে গিয়ে লিখেছে: হাসান ১৫ হাজার ডলারের বিনিময়ে মোসাদের হয়ে কাজ করতো। সে তার সহকর্মীদের ব্যাপারে ইহুদিবাদী ইসরাইলকে তথ্য সরবরাহ করতো।

আল-আখবার আরও জানায় এই গুপ্তচর প্রতিরোধের অবস্থান সম্পর্কেও ইহুদিবাদীদের তথ্য সরবরাহ করেছিল। পত্রিকাটি আরও জানায়, এই গুপ্তচর ২০২০ সালের জুন থেকে সোশ্যাল মিডিয়া হোয়াটস-অ্যাপের মাধ্যমে তার কার্যক্রম শুরু করে। ২০২২ সালের জুলাইতে লেবাননের নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা বিভাগের সদস্যদের হাতে সে ধরা হয়।

লেবাননের নিরাপত্তা বিভাগও গত মাস দুয়েক আগে জানিয়েছে তারা ১৮৫ জন সন্দেহভাজন ইহুদিবাদী গুপ্তচরকে আটক করেছে। ২০১৯ সালে লেবাননে জাতীয় মুদ্রার পতনকে ঘিরে চরম অর্থনৈতিক সংকটের সুযোগে ইসরাইল লেবানিজদেরকে সামাজিক মাধ্যমে বিভিন্ন কাজের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেয়।

ইহুদিবাদী শাসকের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে লেবাননের নিরাপত্তা বাহিনী এর আগেও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল।#

342/