‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

৩১ জানুয়ারী ২০২৩

২:৫৫:২৪ PM
1342682

ইসরাইলের গোয়েন্দা ড্রোন আটক করল হামাস; ‘স্পর্শকাতর তথ্য’ উদ্ধার

গাজা উপত্যকার আকাশ থেকে ইহুদিবাদী ইসরাইলের একটি গোয়েন্দা ড্রোন আটক করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। ফিলিস্তিনি গণমাধ্যমগুলো জানিয়েছে, হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেড ড্রোনটি আটক করার পর এটি থেকে ‘স্পর্শকাতর তথ্য’ উদ্ধার করেছে।

আল-কাসসাম এক বিবৃতিতে জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকার আকাশে বিশেষ অভিযানে আসা একটি ইসরাইলি গোয়েন্দা ড্রোনকে শুক্রবার (২৭ জানুয়ারি) আটক করা হয়।বিবৃতিতে আরো বলা হয়, “আমাদের ইঞ্জিনিয়াররা ড্রোনটি খুলে এর ভেতর থেকে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর তথ্য বের করেছেন।” গত শুক্রবার ড্রোনটি হারিয়ে গেলেও ইহুদিবাদী ইসরাইল এ সম্পর্কে কোনো তথ্য প্রাকশ করেনি।

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণের সঙ্গে ইহুদিবাদী ইসরাইলের যখন তীব্র সংঘাত চলছে তখন গাজায় ইসরাইলি ড্রোন আটক করল হামাস। গত সপ্তাহে দখলদার সেনারা পশ্চিম তীরের জেনিন শহরে হামলা চালিয়ে অন্তত ১০ ফিলিস্তিনিকে হত্যা করে। এরপর পূর্ব জেরুজালেম আল-কুদসের একটি সিনাগগের সামনে একজন ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে অন্তত সাত ইসরাইলি অভিবাসী নিহত হয়।#

342/