‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

১ ফেব্রুয়ারী ২০২৩

৬:২১:১৯ PM
1342953

পাকিস্তানের পেশোয়ারের মসজিদে সন্ত্রাসী হামলার নিন্দা জানালো সিরিয়া

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানের পেশোয়ারের মসজিদে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে। যে-কোনো ধরনের সন্ত্রাসবাদ নির্মূল করার জন্য আন্তর্জাতিক প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছে দামেশ্ক।

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খায়বার-পাখতুখোয়া প্রদেশের কেন্দ্রিয় শহর পেশোয়ারের একটি মসজিদে গত সোমবার দুপুরে সন্ত্রাসীরা বোমা হামলা চালায়। ওই বোমা বিস্ফোরণে অন্তত ৯০ জন মুসল্লি শহীদ হয় এবং আহত হয় অসংখ্য। সিরিয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে ওই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

সন্ত্রাসবাদের শিকার সিরিয়া ওই বিবৃতিতে আরও বলেছে: সন্ত্রাসবাদ বিরোধী যে-কোনো সংগ্রামে পাকিস্তানের পাশে থাকবে দামেশক। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে আরও বলা হয়েছে: দামেশক সব ধরনের সন্ত্রাসবাদ নির্মূল করার লক্ষ্যে আন্তর্জাতিক প্রচেষ্টার দাবি জানাচ্ছে। সেইসঙ্গে যারা সন্ত্রাসবাদকে অর্থ ও অস্ত্র দিয়ে সহায়তা করছে সেইসব দেশকে জবাবদিহিতার আওতায় আনার পক্ষপাতী বলে সিরিয়া সুস্পষ্ট ঘোষণা দিয়েছে।#

342/