‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
বুধবার

১ ফেব্রুয়ারী ২০২৩

৭:০৬:২৫ PM
1343017

জমিয়তে উলামায়ে পাকিস্তানের নেতা:

যে দেশগুলোতে কুরআনের প্রতি অবমাননা হচ্ছে তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে

মাওলানা মাহফুজ মাশহাদি বলেছেন: ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোর উচিত যেসব দেশে পবিত্র কুরআনের প্রতি অবমাননা করা হয় তাদের উপর কূটনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করা। ইসলামভীতির শিকার হয়ে ভুগতে থাকা লোকগুলো শুধু ঘৃণা প্রকাশ করা ছাড়া আর কিছুই করতে পারে না।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): জমিয়তে উলামায়ে পাকিস্তানের শীর্ষস্থানীয় নেতা মাওলানা সৈয়দ মুহাম্মাদ মাহফুজ মাশহাদি সুইডেন ও হল্যান্ডে পবিত্র কুরআনের প্রতি অবমাননার ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন: এ ঘটনা বিশ্বের ২০০ কোটি মুসলমানের অনুভূতিতে আঘাত করেছে। পবিত্র কুরআনে অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত ঘৃণিত ও কষ্টদায়ক।

মাওলানা মাহফুজ পবিত্র কুরআন অবমাননাকে ধর্মীয় বিদ্বেষ ও চরমপন্থা বলে উল্লেখ করে বলেন: ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোর উচিত যেসব দেশে পবিত্র কুরআনের প্রতি অবমাননা করা হয় তাদের উপর কূটনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করা। ইসলামভীতির শিকার হয়ে ভুগতে থাকা লোকগুলো শুধু ঘৃণা প্রকাশ করা ছাড়া আর কিছুই করতে পারে না। অথচ দিনের পর দিন বিশ্ব ব্যাপী পবিত্র ইসলাম ধর্ম ছড়িয়ে পড়ছে।

তিনি সকল ধর্মের পবিত্র ও সম্মানিত বিষয়গুলোর প্রতি সম্মান প্রদর্শনের বিষয়টি নিশ্চত করার লক্ষ্যে জাতিসংঘ এবং ওআইসির প্রতি আহবান জানিয়ে বলেন: পবিত্র কোরআনের প্রতি অবমাননা, ধর্মীয় বিদ্বেষ ও চরমপন্থা সম্প্রসারণের মত ঘৃণিত পদক্ষেপগুলো এড়িয়ে গেলে চলবে না এবং সকল ধর্মের পবিত্র বিষয়াদির প্রতি সম্মান প্রদর্শনের বিষয়টি নিশ্চিত করতে হবে।

মাহফুজ মাশহাদী বলেছেন: মহান আল্লাহর ইচ্ছায় পবিত্র কোরআনে অগ্নিসংযোগকারীদের পরিণতি হবে ভয়াবহ। ডেনিশ পার্লামেন্টের হতভাগ্য সদস্য কর্তৃক পবিত্র কুরআনে অগ্নিসংযোগের ঘটনা অজ্ঞতা ও ধর্মীয় নৈরাজ্যের কারণে। এহেন ন্যাক্কারজনক ঘটনা ঐ সকল দেশে ঘটছে যে দেশগুলো নিজেদেরকে শান্তি ও সংযমের পতাকাবাহী বলে দাবি করে। পবিত্র কোরআনে অগ্নিসংযোগের ঘটনা বিশ্ব শান্তির জন্য বিপজ্জনক, তাই ইসলামি দেশগুলোর উচিত শুধুমাত্র স্লোগানের মাঝে নিজেদেরকে সীমাবদ্ধ না রেখে এর বিরুদ্ধে বাস্তবসম্মত ব্যবস্থা গ্রহণ করা।#176