‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

১০ ফেব্রুয়ারী ২০২৩

৮:১৭:৪৩ PM
1345285

তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্থগিত করার ঘোষণা দিলেন বার্সেলোনার মেয়র

ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থগিত করার ঘোষণা দিয়েছেন স্পেনের বার্সেলোনা শহরের মেয়র আদা কোলাও। ফিলিস্তিনের নিরপরাধ বেসামরিক মানুষের বিরুদ্ধে ইসরাইল ধারাবাহিকভাবে মানবাধিকার লঙ্ঘন করার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তিনি চিঠির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেন। চিঠিতে আদা কোলাও জোর দিয়ে বলেছেন, ইসরাইলের সঙ্গে বার্সেলোনা সম্পর্ক ততক্ষণ পর্যন্ত স্থগিত রাখবে যতক্ষণ পর্যন্ত ইসরাইল ফিলিস্তিনিদের ওপর ধারাবাহিকভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অব্যাহত রাখবে।

চিঠিতে তিনি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এবং জাতিসংঘের পক্ষ থেকে যেসব প্রস্তাব ও আইন করা হয়েছে সেগুলো মেনে চলার জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছেন।

মেয়র আদা কোলাও জানান, ১০০টি সংগঠন এবং বার্সেলোনা শহরের চার হাজার অধিবাসী লিখিত আকারে ইজরাইলের সঙ্গে দখলদারিত্বের অবসান ঘটানোর অনুরোধ জানানোর পর তিনি সঙ্গে সম্পর্ক স্থাপিত করার এই সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে ১৯৯৮ সালে বার্সেলোনা ফিলিস্তিনের গাজা শহর একটি বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতা চুক্তি সই করেছিল। একে বার্সেলোনা শহরের মেয়রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় বলেছে, এই ধরনের পদক্ষে প দখলদার ইসরাইলের উপর চাপ সৃষ্টি করবে এবং এতে তারা ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধ করতে বাধ্য হবে।

342/