‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

১০ ফেব্রুয়ারী ২০২৩

৮:৩০:১২ PM
1345292

সিরিয়ায় পৌঁছাল ইরানের ষষ্ঠ ত্রাণবাহী বিমান

সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সামগ্রী বহনকারী ষষ্ঠ বিমান আজ (শুক্রবার) লাতাকিয়া বিমানবন্দরে পৌঁছেছে।

লাতাকিয়ায়  অবস্থিত ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের প্রধান আলিরেজা ফাদাভি সেখানে ইরানের ত্রাণবাহী বিমান অবতরণের সত্যতা নিশ্চিত করে বলেছেন, লাতাকিয়ায় এ নিয়ে ইরানের দু'টি ত্রাণবাহী বিমান অবতরণ করেছে। উত্তর-পশ্চিমাঞ্চলে ক্ষতিগ্রস্তদের কাছে সাহায্য পৌঁছাতে সুবিধা হবে বলে বিমানটি সেখানে পাঠানো হয়েছে। এই বিমানে ১৯ টন ত্রাণ সামগ্রী রয়েছে। লাতাকিয়ার বাইরে দামেস্ক ও আলেপ্পোতে ইরানের দু'টি করে ত্রাণবাহী বিমান পৌঁছেছে।

মার্কিন নিষেধাজ্ঞার কারণে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় অনেক দেশই ত্রাণ পাঠাচ্ছে না বলে খবর পাওয়া যাচ্ছে। এ অবস্থায় ইরান নিজের সাধ্য অনুযায়ী দেশটির ক্ষতিগ্রস্ত জনগণকে সহযোগিতা করার চেষ্টা করছে। এরিমধ্যে সিরিয়া সরকার জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সহযোগিতা করার আহ্বান জানায়।

সোমবার ভোর ৪টা ১৫ মিনিটে ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে সিরিয়া ও তুরস্কে। বেশিরভাগ মানুষ তখন গভীর ঘুমে ছিলেন। বহুতল ভবন ধসে পড়ে ঘুমন্ত মানুষের ওপর। মোমের মতো ধসে পড়েছে একাধিক ভবন। ভয়াবহ এই ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার বিস্তৃত এলাকা মাটির সঙ্গে মিশে গেছে। নিহতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়ে গেছে। সেদিনের ঐ কম্পন অনুভূত হয়েছে মিশর, লেবানন ও সাইপ্রাস থেকেও।#

342/