১১ ফেব্রুয়ারী ২০২৩ - ২০:১৭
সিরিয়াগামী ইরানি ত্রাণবাহী জাহাজে হামলা চালাতে পারে ইসরাইল

ভূমিকম্প বিধ্বস্ত সিরিয়ার নাগরিকদের জন্য ইরানের মানবিক ত্রাণবাহী জাহাজে ইহুদিবাদী ইসরাইল হামলা চালাতে পারে বলে একটি সৌদি পত্রিকা খবর দিয়েছে। একজন অজ্ঞাত ইসরাইলি কর্মকর্তার বরাত দিয়ে সৌদি অনলাইন পত্রিকা ‘ইলাফ’ জানিয়েছে, ইরানি পণ্যবাহী জাহাজে হামলা চালাতে তেল আবিব দ্বিধা করবে না।

ওই ইসরাইলি কর্মকর্তা দাবি করেছে, সিরিয়ায় ভূমিকম্পের ফলে সৃষ্ট পরিস্থিতিকে ব্যবহার করে ইরান লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর কাছে অস্ত্র ও গোলাবারুদ পাঠাতে পারে। ইহুদিবাদী গোয়েন্দা সংস্থাগুলোর কাছে এ ধরনের খবর আছে জানিয়ে ওই কর্মকর্তা আরো দাবি করেছে, জল, স্থল ও আকাশপথে ইরান সিরিয়ায় যা কিছু পাঠাচ্ছে তার ওপর নজরদারি জোরদার করেছে তেল আবিব।

সিরিয়া ও তুরস্কের সীমান্তবর্তী অঞ্চলে সম্প্রতি ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর যেসব দেশ সিরিয়ায় সবচেয়ে বেশি ত্রাণ পাঠিয়েছে সেগুলোর মধ্যে ইরান অন্যতম। ইহুদিবাদী ইসরাইল মাঝেমধ্যেই সিরিয়ার অভ্যন্তরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায়। তবে এ ব্যাপারে তেল আবিব খুব কম মন্তব্য করে।#

342/