‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

১২ ফেব্রুয়ারী ২০২৩

৪:৩৩:৩৫ PM
1345778

চীনের পরমাণু অস্ত্র উল্লেখযোগ্যভাবে বাড়ছে

চীন ২০৩৫ সালের মধ্যে তার পরমাণু ওয়ারহেডের সংখ্যা বাড়িয়ে ৯০০-তে নেয়ার পরিকল্পনা নিয়েছে। মার্কিন সামরিক বাহিনীকে মোকাবেলার লক্ষ্য নিয়ে চীন এই পরিকল্পনা সাজিয়েছে বলে জাপানের কিয়োদো বার্তা সংস্থা খবর দিয়েছে।

এ বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট কয়েক ব্যক্তির বরাত দিয়ে কিয়োদো জানিয়েছে, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এরইমধ্যে পরমাণু অস্ত্রের সংখ্যা দ্বিগুণ করার এই পরিকল্পনা অনুমোদন করেছেন।

গত নভেম্বরে চীনা পিপলস লিবারেশন আর্মির শীর্ষ নেতৃত্ব পরমাণু অস্ত্র বাড়ানোর গুরুত্ব স্বীকার করে। সূত্রের তথ্য মতে- রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সংঘাতের প্রেক্ষাপট চিন্তা করে চীন এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, মস্কোর হাতে বিশ্বের সবচেয়ে বেশি পরমাণু অস্ত্র থাকার কারণে আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা ইউক্রেনকে বিভিন্ন অস্ত্র, প্রশিক্ষণ এবং অর্থ সহযোগিতা দিলেও সরাসরি রাশিয়ার সঙ্গে সংঘাতে যুক্ত হয় নি।

বার্তা সংস্থার কিয়োদো দাবি করছে, চীনের হাতে বর্তমানে প্রায় ৪০০ পরমাণু ওয়ারহেড রয়েছে, সেগুলোকে বাড়িয়ে ২০২৭ সালের মধ্যে ৫৫০টিতে নেয়া হবে এবং ২০৩৫ সালের মধ্যে তা ৯০০-তে পৌঁছাবে। জাপানি বার্তা সংস্থা চীনের সম্ভাব্য পরমাণু ওয়ারহেড বাড়ানোর যে সংখ্যা জানিয়েছে তা আমেরিকা ধারণার চেয়ে কম। গত শরতে মার্কিন সেনা সদরদপ্তর পেন্টাগন এক রিপোর্টে জানিয়েছে, ২০৩৫ সালের মধ্যে চীন পরমাণু ওয়ার্ডের সংখ্যা দেড় হাজারে নিয়ে যাবে।

চীন পরমাণু অস্ত্রের সংখ্যার দিক দিয়ে রাশিয়া এবং আমেরিকার চেয়ে অনেক পেছনে। রাশিয়ার হতে রয়েছে ৫,৯৭৭টি পরমাণু অস্ত্র আর আমেরিকার হাতে আছে ৫,৪২৮টি। এই তথ্য জানিয়েছে স্টক হোম ইন্টারন্যাশনাল পিসি রিসার্চ ইন্সটিটিউট। তাইওয়ানকে কেন্দ্র করে সাম্প্রতিক দিনগুলোতে চীন এবং আমেরিকার মধ্যে সামরিক উত্তেজনা বেড়েছে।#

342/