‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

১২ ফেব্রুয়ারী ২০২৩

৪:৩৮:১৬ PM
1345786

পশ্চিমা দেশগুলোর দ্বৈত নীতির সমালোচনা করলেন সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ

সম্প্রতি সিরিয়া ও তুরস্কের সীমান্তবর্তী অঞ্চলে যে ধ্বংসাত্মক ভূমিকম্প হয়েছে সে ব্যাপারে পশ্চিমা দেশগুলোর দ্বৈত নীতির তীব্র নিন্দা জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। তিনি বলেছেন, পশ্চিমা দেশগুলো সিরিয়ার মানবিক পরিস্থিতির ব্যাপারে সম্পূর্ণ নির্লিপ্ত রয়েছে।

প্রেসিডেন্ট আসাদ শুক্রবার ভূমিকম্প বিধ্বস্ত এলাকাগুলো পরিদর্শনে গিয়ে এ মন্তব্য করেন বলে আরবি নিউজ চ্যানেল আল-আহাদ জানিয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, “পশ্চিমাদের দ্বৈত নীতি নতুন কিছু নয় বরং এখন থেকে ছয় শতাব্দি আগে থেকে তাদের মধ্যে এই নীতি লক্ষ্য করা যাচ্ছে।”

ভূমিকম্প দুর্গত জনগোষ্ঠীর দুর্দশা যতটা সম্ভব লাঘব করার লক্ষ্যে তার সরকার বিরতিহীনভাবে কাজ করে যাচ্ছে বলে জানান প্রেসিডেন্ট আসাদ। তিনি বলেন, সিরিয়ার জনগণ তাদের মূল্যবোধ রক্ষা করার জন্য বিগত ১২ বছর ধরে মানবসৃষ্ট দুঃখ-কষ্ট সহ্য করে এসেছে। কাজেই এবারের প্রাকৃতিক দুর্যোগও তারা কাটিয়ে উঠতে পারবে বলে তিনি বিশ্বাস করেন।

গত সোমবার ভোররাতে সিরিয়া ও তুরস্কের সীমান্তবর্তী অঞ্চলে রিখটারস্কেলে ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এখন পর্যন্ত এতে দুই দেশের অন্তত ২৫,০০০ মানুষ নিহত হয়েছে। সিরিয়ায় উদ্ধার ও ত্রাণ তৎপরতা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য দেশটির ওপর আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য ওয়াশিংটনের ওপর চাপ বৃদ্ধি পাচ্ছে। সিরিয়ার কর্মকর্তারা বলছেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে অনেক ত্রাণ ও উদ্ধারসামগ্রী সিরিয়ায় প্রবেশ করতে পারছে না এবং অনেক দাতা সংস্থার পাঠানো অর্থ সিরিয়ায় নেয়া সম্ভব হচ্ছে না।#

342/