১৩ ফেব্রুয়ারী ২০২৩ - ১৬:১৩
আমরা এক ছটাক মাটি বিজেপিকে ছাড়ব না : অভিষেক

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, ‘আমরা এক ছটাক মাটি বিজেপিকে ছাড়ব না।’

 তিনি আজ (সোমবার) বিকেলে বিজেপিশসিত ত্রিপুরার বক্সনগরে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন। অভিষেক বলেন, ‘অর্থনীতি, আইনশৃঙ্খলা, স্বাস্থ্য, শিক্ষাসহ সবকিছুতেই পিছিয়ে রয়েছে এই রাজ্য। এই জনবিরোধী সরকারের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিশাসিত ত্রিপুরার আইনশৃঙ্খলা প্রসঙ্গে বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ ‘এনসিআরবি’ র তথ্যে প্রকাশ, উত্তর-পূর্ব ভারতের সবচেয়ে বেশি রাজনৈতিক হিংসা ও সন্ত্রাস যদি কোনও রাজ্যে হয় সেই রাজ্যটির নাম ত্রিপুরা। এটা আমাদের কাছে লজ্জার!’    

তিনি বলেন, ‘২০১৮ সালে ত্রিপুরার মানুষ বিজেপিকে জিতিয়েছিল। ২০১৯ সালে আপনারা ২ জন এমপিকে জিতিয়েছিলেন। ফলস্বরূপ আপনারা কী পেলেন? রান্নার গ্যাসের দাম চারশো টাকা বেড়ে ১ হাজার একশো টাকা। রান্নার তেল একশো টাকা থেকে বেড়ে দুশো টাকা লিটার হয়েছে, পেট্রোল একশো টাকা লিটার, ডিজেল ৯০ টাকা লিটার। আজকে বাংলায় বিজেপি মুখ থুবড়ে পড়েছিল বলে, ত্রিপুরাসহ গোটা ভারতে বিজেপি পেট্রোল-ডিজেলের দাম কমাতে বাধ্য হয়েছিল। সুতরাং, এটা প্রতিষ্ঠিত বিজেপি যত হেরেছে, মূল্যবৃদ্ধি তত কমেছে।’    

অভিষেক এ সময়ে সিপিএম-কংগ্রেসকে ভোট দিলে বিজেপির হাত শক্তিশালী হবে দাবি করে তৃণমূলকে ভোট দেওয়ার আবেদন জানান। তিনি বলেন, ‘বিজেপির  বিরুদ্ধে একমাত্র তৃণমূল কংগ্রেস লড়াই করছে। এদের কাছে মেরুদণ্ড বিক্রি করেনি। ভারতের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী যার নাম মমতা বন্দ্যোপাধ্যায়,  যাকে ধমকে-চমকে বাড়িতে ঢুকিয়ে রাখতে পারেনি। আপনারা এদের কাছে বশ্যতা স্বীকার করবেন না। এদের কাছে আত্মসমর্পণ করবেন না, এদের চোখরাঙানির কাছে মাথানত করবেন না। আপনাদের সাথে লড়াইয়ে আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত আছি। আমরা এক ছটাক মাটি বিজেপিকে ছাড়ব না। এই জনবিরোধী সরকারের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে’ বলেও মন্তব্য করেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি। ত্রিপুরায় আগামী ১৬ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন হবে। ফল ঘোষণা হবে ২ মার্চ।   #

342/