‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

১৩ ফেব্রুয়ারী ২০২৩

৪:১৪:১১ PM
1346024

কঠোর নিন্দা করলো হামাস, আগ্রাসন রুখে দেয়ার অঙ্গীকার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল নতুন করে যে বিমান হামলা চালিয়েছে তার কঠোর নিন্দা জানিয়েছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

সংগঠনটি বলেছে, ইহুদিবাদীদের এই চলমান আগ্রাসন ফিলিস্তিনি জনগণের দৃঢ় প্রতিরোধের কারণে ব্যর্থ হবে।আজ (সোমবার) সকালে হামাসের মুখপাত্র হাজেম কাসেম এক বিবৃতিতে বলেন, প্রতিরোধকামী এই সংগঠন ফিলিস্তিনি জনগণের রক্ষাকবচ হিসেবে কাজ করবে।

ফিলিস্তিনি জনগণের বিপ্লবী ও দৃঢ় প্রতিরোধের কারণে ইহুদিবাদীদের চলমান এই আগ্রাসন ব্যর্থ হতে বাধ্য।অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদবিাদী ইসরাইল নতুন করে বিমান হামলা চালানোর পর হামাস এই বিবৃতি দিল। হাজেম কাসেম তার বিবৃতিতে বলেন, “নাবলুস এবং আল-কুদস শহরের পাশাপাশি ইসরাইল গাজা উপত্যকার ওপর বিমান হামলা চালাচ্ছে যার মধ্য দিয়ে পরিষ্কার হয় যে, এই অবৈধ দখলদার শক্তি পুরো ফিলিস্তিনি জাতির বিরুদ্ধে আগ্রাসনে লিপ্ত।

আল-কাসসাম ব্রিগেডের যে সমস্ত সদস্য গাজা উপত্যকায় হামলা প্রতিহত করছেন তাদেরকে আমরা স্যালুট জানাই।”ইসরাইলের সামরিক বাহিনী আজ সকালের দিকে এক বিবৃতিতে বলেছে, গাজা উপত্যকায় হামাসের একটি ভূগর্ভস্থ সামরিক স্থাপনার ওপর বিমান হামলা চালানো হয়েছে যেখানে হামাস রকেট উৎপাদন করত। বিবৃতিতে দাবি করা হয়, গাজা উপত্যকা থেকে একটি রকেট ছোঁড়ার পর এই বিমান হামলা চালানো হয়েছে।#

342/