‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

১৭ ফেব্রুয়ারী ২০২৩

৮:০৬:১৮ PM
1347044

ইউক্রেনে ইরানি ড্রোনের ব্যবহার বাড়ছে: আবার দাবি করল আমেরিকা

মধ্যপ্রাচ্য ও ইউক্রেনে ইরানি ড্রোন ব্যবহারের মাত্রা বৃদ্ধি পাচ্ছে বলে দাবি করেছেন আমেরিকার ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি রবার্ট ম্যালি।মধ্যপ্রাচ্য সফররত ম্যালি গতকাল (বুধবার) মাস্কাটে ওমানের উপ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর ওই অভিযোগ উত্থাপন করেন। ওমানি মন্ত্রীর সঙ্গে নিজের বৈঠককে ‘চমৎকার’ বলে মন্তব্য করেন রবার্ট ম্যালি।

পূর্বদিকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর বিস্তার রুখে দিতে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার কিছুদিন পরই আমেরিকা দাবি করতে থাকে, রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে হামলার কাজে ইরানি ড্রোন ব্যবহার করছে। রবার্ট ম্যালি ইরানের সঙ্গে পাশ্চাত্যের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে থাকেন।

তিনি মাস্কাটে আরো দাবি করেন, ড্রোন ব্যবহারের বিষয়টি ইরান সরকার অস্বীকার করলেও এ সংক্রান্ত তথ্য-প্রমাণ বাড়ছে। তার ভাষ্যমতে, মধ্যপ্রাচ্যের পাশাপাশি রাশিয়ার ইউক্রেন বিরোধী ‘নির্দয় যুদ্ধে’ ইরানি ড্রোন ব্যবহৃত হচ্ছে। তিনি ইরানকে তার ‘গতিপথ পরিবর্তন’ করে রাশিয়ার ইউক্রেন বিরোধী যুদ্ধে সমর্থন দেয়া থেকে বিরত থাকার আহ্বান জানান।

রাশিয়ার কাছে ইরানের ড্রোন বিক্রির অভিযোগ সর্বপ্রথম উত্থাপন করেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান।তিনি ২০২২ সালের জুলাই মাসে এক বক্তব্যে বলেন, তিনি গোয়েন্দা সূত্রে খবর পেয়েছেন ইউক্রেনে হামলার কাজে ব্যবহার করার জন্য ইরান রাশিয়ার কাছে কয়েকশ’ ড্রোন হস্তান্তর করেছে। এরপর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ বেশ কয়েকজন পশ্চিমা কর্মকর্তা ইরানের বিরুদ্ধে এই অভিযোগ করেছে। তবে তেহরান ও মস্কো শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে এসেছে।#

342/