‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

২ মার্চ ২০২৩

২:০২:৩৪ PM
1349956

মোদি বললেন বৈশ্বিক গভর্নেন্স ব্যর্থ হয়েছে

ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি বলেছেন, বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোকে চিহ্নিত করতে এবং তার সমাধান দিতে ব্যর্থ হয়েছে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো। ভারতের রাজধানী নয়া দিল্লিতে শুরু হওয়া জি-টুয়েন্টি জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এই ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় তিনি জি-টোয়েন্টি জোটভুক্ত দেশগুলোকে অভিন্ন ভিত্তি খুঁজে বের করার আহ্বান জানান।

নরেন্দ্র মোদি আরো বলেন, জি-টোয়েন্টিভুক্ত দেশগুলোকে এ কথা স্বীকার করতেই হবে যে, বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা বর্তমানে সংকটের মধ্যে। সাম্প্রতিক ঘটনাবলী উল্লেখ করে তিনি বলেন, গত কয়েক বছরের অভিজ্ঞতা থেকে দেখা গেছে- অর্থনৈতিক সংকট, জলবায়ু পরিবর্তন, করোনা মহামারী, সন্ত্রাসবাদ এবং যুদ্ধ আমাদেরকে পরিষ্কারভাবে দেখিয়ে দিয়েছে যে বৈশ্বিক গভর্নেন্স ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, আমাদের এমন কোনোও ইস্যু সৃষ্টি করা ঠিক হবে না যা আমরা সম্মিলিতভাবে সমাধান করতে পারব।

ধারণা করা হচ্ছে, নরেন্দ্র মোদি এসব কথার মধ্য দিয়ে আমেরিকার এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার প্রতি আঙ্গুল তুলেছেন। এছাড়া, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের বিষয়ও তিনি ইঙ্গিত করেছেন।

এর আগে, গতকাল ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কাওয়াত্রা বলেছেন, এবারের জি-টুয়েন্টি পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে ইউক্রেন ইস্যু আলোচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াতে পারে। 

রাশিয়ার সঙ্গে ঐতিহাসিকভাবে ভারতের নিরাপত্তা ও জ্বালানি খাতে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান চালালেও ভারত তার বিরুদ্ধে কখনো নিন্দা জানায়নি; উল্টো রাশিয়ার কাছ থেকে তেল আমদানি বাড়িয়েছে। এ অবস্থায় চলমান জি-টুয়েন্টি সম্মেলন ভারতের জন্য কিছুটা বিব্রতকর অবস্থা সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।#

342/