‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : পার্সটুডে
শনিবার

১১ মার্চ ২০২৩

১২:১৮:৫৬ AM
1351538

আল্লামা মুফতি শরীফুল ইসলাম নুরীর ওপর হামলার নিন্দা

'কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে শিয়া মুসলমানদের জড়িত থাকার প্রমাণ নেই'

তিনি বলেন, "আক্রান্ত ইসলামী বক্তা আল্লামা মুফতি শরীফুল ইসলাম নুরীর পক্ষে বক্তব্য প্রদানকারী ব্যক্তিবর্গ মিডিয়ায় বারংবার শিয়া মুসলামনদের দোষারোপ করার চেষ্টা অব্যাহত রেখেছেন। অথচ শিয়া ইসনা আশারিয়া সম্প্রদায় বাংলাদেশের শান্তিপ্রিয় কমিউনিটি হিসেবে সমাজের অপর মতালম্বীদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী।

আবনা ডেস্কঃ বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী বক্তা আল্লামা মুফতি শরীফুল ইসলাম নুরীর উপর বর্বরোচিত হামলার ঘটনায় শিয়া মুসলমানরা জড়িত বলে যে অভিযোগ করা হয়েছে তার তীব্র নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে।

আজ (শুক্রবার) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন চট্টগ্রামের ইমামিয়া ইসনা আশারিয়া শিয়া কমিউনিটি। এসময় লিখিত বক্তব্য পেশ করেন হুজ্জাতুল ইসলাম মাওলানা আমজাদ হোসেন। তিনি বলেন, "আক্রান্ত ইসলামী বক্তা আল্লামা মুফতি শরীফুল ইসলাম নুরীর পক্ষে বক্তব্য প্রদানকারী ব্যক্তিবর্গ মিডিয়ায় বারংবার শিয়া মুসলামনদের দোষারোপ করার চেষ্টা অব্যাহত রেখেছেন। অথচ শিয়া ইসনা আশারিয়া সম্প্রদায় বাংলাদেশের শান্তিপ্রিয় কমিউনিটি হিসেবে সমাজের অপর মতালম্বীদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। মুসলমানসহ অন্যান্য ধর্মাবলম্বীদের আস্থায় আঘাত আসে এমন কোনো কাজে শিয়াদের সম্পৃক্ত থাকার উদাহরণ বিরল।"

মাওলানা আমজাদ হোসেন তার বক্তব্যে মুফতি নুরীর ওপর বর্বোচিত হামলার নিন্দা জানিয়ে বলেন, বাংলাদেশের ইতিহাসে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে শিয়া মুসলমানদের জড়িত থাকার প্রমাণ নেই। বরং শিয়ারাই নির্যাতনের শিকার। ২০১৪ সালে হোসেনী দালানে বোমা হামলা করা হয়েছে। বগুড়ায় শিয়া মুসলমান মোয়াজ্জেম হোসেনকে শহীদ করা হয়েছে।"

মাওলানা আমজাদ হোসেন বলেন, "মুসলমানদের কাছে যারা পবিত্র ব্যক্তিত্ব তাদের সম্পর্কে মানহানিকর হয় এমন কাজকর্ম থেকে ইসনা আশারিয়া শিয়া কমিউনিটি সকল সময়েই বিরত থেকেছে। ইসনা আশারিয়া শিয়া কমিউনিটির অনুকরণীয় ধর্মগুরু আয়াতুল্লাহ খামেনি এ বিষয়ে তার দুনিয়াজুড়ে বসবাসরত অনুসারীদের জন্য ফতোয়ায় বলেছেন 'মুসলমানদের পবিত্র ব্যক্তিত্বদের প্রতি মানহানিকর হয় এমন যেকোনো কথার অবতারণা অবশ্যই হারাম হবে'। উক্ত ফতোয়া প্রকৃত ইমামিয়া শিয়া গোষ্ঠীর জন্য অলংঘনীয় বিবেচ্য।"

পরে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের ইমামিয়া শিয়া কমিউনিটি প্রেস-কনফারেন্স মারফত তাদের নিজ ধর্মীয় শিক্ষার আলোকে অন্যান্য মতাদর্শের মুসলমান ভাইদের জন্য অবমাননাকর হয় এমন মতাদর্শ লালন করে না। আমরা সম্প্রতি মিডিয়ায় দেয়া শিয়াবিরোধী অপপ্রচারের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।

অসাম্প্রদায়িকতাকে যাতে উস্কে দেয়া না হয় প্রশাসনকে সেই বিষয়ে সজাগ থাকার জন্য বিশেষ আহ্বান জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।#