‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

৪ এপ্রিল ২০২৩

১২:৩৫:২০ PM
1356106

দয়া করে দাঙ্গায় কেউ পা দেবেন না, দাঙ্গাকে কেউ উসকানি দেবেন না : মমতা

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘দয়া করা দাঙ্গায় কেউ পা দেবেন না, দাঙ্গাকে কেউ উসকানি দেবেন না।’ তিনি আজ (মঙ্গলবার) দীঘায় এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

রাজ্যে রামনবমী উৎসবের মিছিলকে কেন্দ্র করে হাওড়া জেলার শিবপুরসহ কয়েকটি জায়গায় সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা হিন্দুত্ববাদী বিজেপিকে নিশানা করে তাদের তীব্র সমালোচনা করেন।  

মমতা বলেন, ‘শান্তি বজায় রাখুন। শান্তি রক্ষা করুন। মা-দুর্গা কখনও বলেনি, তুমি দাঙ্গা করো। আল্লাহতায়ালা কখনও দাঙ্গার কথা বলেনি। বলেছে আল্লাহতায়ালা দোয়া করো, শান্তি দাও আল্লাহ। পাঞ্জাবীরা কখনও দাঙ্গার কথা বলেনি, খ্রিস্টানরাও বলেনি। এরা কারা? বন্দুক নিয়ে চলে এসেছে মুঙ্গের থেকে! হাতেনাতে ধরা পড়েছে। (হাওড়ায় রামনবমীর মিছিলে) যে ছেলেটা বন্দুক নিয়ে নৃত্য করছিল, সে বাংলার কেউ নয়।  ওকে মুঙ্গের থেকে ভাড়া করে নিয়ে এসেছে। অর্থাৎ, আপনারা শান্তিতে আছেন, বাংলা এগিয়ে যাচ্ছে, বাংলা বিশ্ব বাংলায় পরিণত হয়েছে, হিংসায় এরা জ্বলে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বাংলায় যারা দাঙ্গা করছে, প্ররোচনা দিচ্ছে, এবং দাঙ্গার মাথা, দাঙ্গার সাথে যুক্ত আমি তাদের রেয়াত করব না। আমাকে সিবিআই-ইডির ভয় দেখাবেন না। আমাদের পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে, সে যেই হোক, তাকে ছেড়ে কথা বলার প্রশ্ন আসে না।’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ তার বক্তব্যের শেষে ‘দাঙ্গাবাজরা দূর হটো, দূর হটো-দূর হটো’, ‘দাঙ্গা চাই না শান্তি চাই, শান্তি চাই-শান্তি  চাই’, ‘বিজেপি হটাও, দেশ বাঁচাও’ ইত্যাদি শ্লোগান দিলে উপস্থিত জনতা তাতে গলা মেলান। #    

342/