‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

৫ মে ২০২৩

৫:৩৬:৪৬ PM
1362891

জনকল্যাণমুখী রাষ্ট্র গড়তে গণতন্ত্রের বিকল্প নেই: ফখরুল

জনকল্যাণমুখী রাষ্ট্র গড়তে গণতন্ত্রের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার সকালে রাজধানী ঢাকার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে, জলবায়ু পরিবর্তন বাংলাদেশ ও নদী শীর্ষক সেমিনারে অংশ নিয়ে, তিনি এ মন্তব্য করেন। ফখরুল অভিযোগ করে বলেন, সরকার দলীয় নেতাকর্মীরা নদী ভরাট করে, বাড়ি-ঘর ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছে। বিএনপি মহাসচিব বলেন, টিপাইমুখ বাঁধ নির্মাণের প্রতিবাদে বিএনপির আন্দোলনের ফলে তৎকালীন দলের সাংগঠনিক সম্পাদক  ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। দেশ গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরলে এবং বিএনপি ক্ষমতায় গেলে প্রকৃতি রক্ষায় নানামূখি উদ্যোগ নেবে বলেও জানান, মির্জা ফখরুল।

এদিকে, রাষ্ট্র কাঠামো বিষাক্ত নয় বরং একটি বিষমুক্ত স্বদেশ বিনির্মাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সকালে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। সেতুমন্ত্রী বলেন, সময়ের সাথে সাথে বিএনপি একটা বিষবৃক্ষে পরিণত হয়েছে। সেই বিষবৃক্ষ সমূলে উৎপাটন কোরে আগামী প্রজন্মের জন্য একটি অসাম্প্রদায়িক, প্রগতিশীল, উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকার বদ্ধপরিকর।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগে মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে একটা বিভ্রান্তি সৃষ্টির পাঁয়তারা করছেন বলেও অভিযোগ করেছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগে মুক্তিযোদ্ধাদের সংখ্যার হিসাব তুলতে গিয়ে নিজের স্বাধীনতাবিরোধী অবস্থানকেই সুস্পষ্ট করেছেন। আওয়ামী লীগ সম্পর্কে এই ধরনের অবমাননাকর বক্তব্য বিএনপির স্বাধীনতাবিরোধী অবস্থানের বহিঃপ্রকাশ। #

342/