‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

৬ মে ২০২৩

১০:২২:৫৭ AM
1363129

পাকিস্তানে হাজারো মানুষের উপস্থিতি অনুষ্ঠিত হলো ৭ শিয়া স্কুলশিক্ষকের জানাজা

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খায়বার-পাখতুনখোয়া প্রদেশে উগ্র সন্ত্রাসীদের বন্দুক হামলায় নিহত শিয়া সম্প্রদায়ের সাত শিক্ষকের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (শুক্রবার) অনুষ্ঠিত ওই জানাজা অনুষ্ঠানে হাজার হাজার মানুষ অংশ নেন।

এরইমধ্যে ন্যাক্কারজনক এই হামলার বিরুদ্ধে পুরো পাকিস্তানে নিন্দার ঝড় উঠেছে। এছাড়া, শোক প্রকাশের জন্য শত শত মানুষ বৃহস্পতিবার সমাবেশের আয়োজন করে।

৪ মে খায়বার-পাখতুনখোয়া প্রদেশের আপার কুররাম জেলায় এই সাত শিক্ষককে স্কুলে ঢুকে সন্ত্রাসীরা নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করে। সে সময় এসব শিক্ষক স্কুলের পরীক্ষার হলে দায়িত্ব পালন করছিলেন। তবে কারা এবং কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো পরিষ্কার নয়। কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই হত্যার দায় স্বীকার করেনি। খায়বার-পাখতুনখোয়া প্রদেশে তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপির তৎপরতা রয়েছে।

পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন। প্রধানমন্ত্রী শাহবাজ তদন্তের মাধ্যমে হত্যাকারীদেরকে বিচার ও শাস্তির আওতায় আনার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।#

342/