‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

১২ মে ২০২৩

১১:৪০:০৬ AM
1364904

ইসরাইল, আমেরিকা ধসে পড়ছে; অনেক বড় কিছুই ঘটছে

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের বর্বর হত্যাকাণ্ডের কঠোর নিন্দা জানিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবি গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি। তিনি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকার ধ্বংস প্রত্যক্ষ করছে বিশ্ব।

গতকাল (মঙ্গলবার) ইরানের পবিত্র মাশহাদ শহরে স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজ সদস্যদের এক সমাবেশে দেয়া বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি। এর কয়েক ঘণ্টা আগে ইসরাইল গাজা উপত্যকায় ব্যাপকভাবে বিমান হামলা চালায় যাতে ইসলামি জিহাদ আন্দোলনের তিনজন শীর্ষ পর্যায়ের কমান্ডার শহীদ হন। ওই হামলায় আরো অন্তত ১০ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন তার মধ্যে নারী ও শিশু রয়েছেন।

জেনারেল সালামি বলেন, কয়েক মাস আগে ইহুদিবাদী ইসরাইল যেখানে অহংকার করত সেখানে এখন প্রতিদিন অধিকৃত ভূখণ্ডে ৩০টির বেশি সশস্ত্র হামলা হচ্ছে। এ মুহূর্তে অনেক বড় বড় ঘটনা ঘটছে। নতুন করে আশার আলো দেখা দিয়েছে এবং এই অঞ্চলে ন্যায়বিচার শুরু হবে। জেনারেল সালামি আরো বলেন, বড় কোনো শক্তির পতনের ধরণই হচ্ছে আকস্মিকভাবে কিছু ঘটে যাওয়া।
আইআরজিসি প্রধান বলেন, ইরানের কারণেই আমেরিকা এখন আর মধ্যপ্রাচ্যেকে তাদের অগ্রাধিকার বলে বিবেচনা করে না। ইরাকে এখন মাত্র আমেরিকার দুটি সামরিক ঘাঁটি রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সিরিয়া প্রসঙ্গে জেনারেল সালামি বলেন, শত্রুরা আরব এ দেশটিকে সমস্যার মধ্যে ফেলতে চেয়েছিল কিন্তু বাশার আল-আসাদ টিকে রয়েছেন এবং তিনি আরব লীগে ফিরছেন। উল্টো ইহুদিবাদী ইসরাইল এখন নিজেরা নিজেদের পতন সম্পর্কে কথা বলছে।#

342/