‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

১২ মে ২০২৩

১১:৪০:৩০ AM
1364905

আমেরিকার পিছু না ছাড়লে ইউরোপও বিপদে পড়বে: ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছেন, আমেরিকা ক্রমেই পতনের দিকে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো বিশেষকরে ইউরোপ যদি তাদের অন্ধ সমর্থনের পথ থেকে সরে না আসে তাহলে তাদেরও একই অবস্থা হবে, তারাও পিছিয়ে পড়বে।

তিনি আজ (বুধবার) তেহরানে নয়া বিশ্ব ব্যবস্থা সংক্রান্ত এক সমাবেশে এ কথা বলেছেন। তিনি আরও বলেছেন, বিশ্বে একক নেতৃত্ব প্রতিষ্ঠার মার্কিন প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এর প্রমাণ হলো ইরাক ও আফগানিস্তান থেকে মার্কিন সেনারা পালাতে বাধ্য হয়েছে। পশ্চিম এশিয়ায় মার্কিন সেনা সংখ্যা অনেক কমে গেছে। এছাড়া দক্ষিণ চীন ও পশ্চিম ইউরোপে আমেরিকার ভেবাচেকা অবস্থাও এ ক্ষেত্রে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরা যায়।

জেনারেল বাকেরি বলেন, এশিয়া তথা বিশ্বের পূর্বাংশ মার্কিন বলদর্পিতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সাংহাই সহযোগিতা সংস্থার মাধ্যমে এই অবস্থান জোরদার হচ্ছে। আগামীতে বিশ্বে এশিয়ার শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হবে।

তিনি বলেন, নীল থেকে ফোরাত পর্যন্ত বিশাল অঞ্চলকে দখলে নেওয়ার স্বপ্নে বিভোর এবং আরবদের সঙ্গে যুদ্ধে বিজয়ের অভিজ্ঞতা-সম্পন্ন  দখলদার ইসরাইলও এখন আর আগের অবস্থানে নেই। কিন্তু মজলুম ফিলিস্তিনি তথা প্রতিরোধ সংগ্রামীরা ক্রমেই শক্তি অর্জন করছে। তারা যেমন শক্তি অর্জন করছে তেমনি তাদের মধ্যে রয়েছে সমন্বয়। তাদের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে।#

342/