‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

১২ মে ২০২৩

১১:৪১:৩১ AM
1364907

গাজায় ইসলামি জিহাদের পঞ্চম কমান্ডারকে হত্যা করেছে ইসরাইল

অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ হামলায় ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের একজন শীর্ষস্থানীয় কমান্ডার নিহত হয়েছেন। আজ (শুক্রবার) ভোররাতে ওই কমান্ডার শহীদ হন।

অন্যদিকে গাজা উপত্যকা থেকে প্রতিশোধমূলক রকেট হামলায় ইসরাইলের মধ্যাঞ্চলীয় রিহোভোত শহরে এক ইহুদিবাদী নিহত ও অপর অন্তত দু’জন আহত হয়েছে বলে ইসরাইলি পুলিশ জানিয়েছে। ইসরাইলি পুলিশ এক বিবৃতিতে বলেছে, গাজা থেকে নিক্ষিপ্ত একটি রকেট রিহোভোত শহরের একটি ভবনে আঘাত হানলে হতাহতের ওই ঘটনা ঘটে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসলামি জিহাদের সামরিক শাখা আল-কুদস ব্রিগেডের সিনিয়র কমান্ডার আহমেদ আবুদ দাক্কা গাজা উপত্যকার খান ইউনিস শহরের কাছে এক বিমান হামলায় নিহত হন। ওই আগ্রাসী হামলায় অপর চার ফিলিস্তিনি আহত হয়েছেন।

মঙ্গলবার গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলা শুরু হওয়ার পর থেকে এই নিয়ে এ পর্যন্ত ইসলামি জিহাদ আন্দোলনের পঞ্চম কমান্ডার শহীদ হলেন। এর আগে গতকাল বৃহস্পতিবার সংগঠনটি তাদের রকেট ইউনিটের কমান্ডার আলী ঘালির শাহাদাতের খবর জানিয়েছিল।

ইহুদিবাদী সেনারা দাবি করেছে, ইসরাইল অভিমুখে রকেট হামলায় ইসলামি জিহাদের নেতৃত্ব দিচ্ছিলেন আলী ঘালি ও আবু দাক্কা। বৃহস্পতিবার দিনের শেষভাবে ইসরাইলি বিমান হামলায় গাজার শুজাইয়া এলাকায় আরো দুজন বেসামরিক ফিলিস্তিনি শাহাদাতবরণ করেন বলে সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে।#

342/