‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

১৮ মে ২০২৩

৭:০৩:৩৫ AM
1366689

সিআইএ মার্কিন করদাতাদের অর্থ বাহুল্য কাজে খরচ করছে: রুশ রাষ্ট্রদূত

আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলী আন্তোনভ বলেছেন, বিদেশে বসবাসকারী রাশিয়ার নাগরিকদেরকে অর্থের প্রলোভন দেখিয়ে মস্কোর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তিতে ব্যবহার করা যাবে না। এছাড়া রাশিয়ান সোসাইটিকেও মস্কোর বিরুদ্ধে দ্বিধান্বিত ও বিভক্ত করা যাবে না।

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ রাশিয়ার নাগরিকদের উদ্দেশ্যে একটি বিজ্ঞাপন প্রচার করার পর রুশ রাষ্ট্রদূত এই বক্তব্য দিলেন। সিআইএ'র বিজ্ঞাপনে রাশিয়ার বিরুদ্ধে তথ্য দিয়ে এই সংস্থাকে সহযোগিতা করতে রুখ নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। সিআইএ'র পক্ষ থেকে রুশ নাগরিকদের মস্কোর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তিতে টানার এই প্রচেষ্টাকে আনাতোলি আন্তোনভ হাইব্রিড যুদ্ধের অংশ বলে উল্লেখ করেন।

তিনি বলেন, নেপোলিয়ন বোনাপার্টের পরাজয়ের পর পশ্চিমা এই দুষ্টু চক্র বাইরের হামলার বিষয়ে রাশিয়ার জনগণের দৃঢ়তা সম্পর্কে ধারণা পেয়েছে। ১৮১২ সালে ফ্রান্সের সেনাপতি নেপোলিয়ন বোনাপার্ট রাশিয়ার বিরুদ্ধে আগ্রাসন চালান কিন্তু তাতে তিনি পরাজিত হন। আনাতোলি আন্তোনভ তার বিবৃতির মধ্যে ওই ঘটনার প্রতি ইঙ্গিত করেছেন। ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর পশ্চিমা জগত রাশিয়ার বিরুদ্ধে নজিরবিহীন নিষেধাজ্ঞা দিয়ে দুর্বল করতে না পেরে

এখন তারা রাশিয়ার জনগণের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব এবং বিভক্তির সৃষ্টি চেষ্টা করছে। পাশ্চাত্য বুঝতে পেরেছে, যুদ্ধে রাশিয়াকে পরাজিত করা যাবে না। তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি- ষড়যন্ত্র কার্যকর হবে না। রাশিয়ার নাগরিকরা ইতিহাস থেকে ভালোভাবে শিক্ষা নিয়েছে, কাউকে তাদের মধ্যে বিভক্তি সৃষ্টির সুযোগ দেবে না। ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযান সম্পর্কে রুশ নাগরিকদের মধ্যে বৃহত্তর ঐকমত্য রয়েছে বলে তিনি দাবি করেন।#

342/