‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শুক্রবার

১৯ মে ২০২৩

২:১৬:৩৬ PM
1366968

পূর্ব ঘোষণা ছাড়াই সৌদিতে শিয়া যুবকের মৃত্যুদণ্ড

আনোয়ার আল-আলাউইকে ২০১৭ সালে গ্রেপ্তার করা হয় এবং ২০২৩ সালে তার মৃত্যুদণ্ড দেয়া হয়। এ নিয়ে ২০২৩ সালের শুরু থেকে এ নাগাদ সৌদি আরবের শিয়া অধ্যুষিত অঞ্চল আশ-শারকিয়ার মোট ৩ ব্যক্তি নিহত হল। সৌদি প্রশাসন চলতি বছরের মার্চ মাসে ধর্মীয় বিশ্বাসের কারণে আটক তরুণ হায়দার আল-তুহাইফাহকে মৃত্যুদণ্ড দেয়; এ মাসের শুরুতে, সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় একই অপরাধে বন্দী মিনহাল আল রিবহ-এর মৃত্যুদণ্ড কার্যকর করার ঘোষণা দেয়।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আরব উপদ্বীপে মানবাধিকার রক্ষা কমিটির এক প্রতিবেদনে বলা হয়েছে: শিয়া যুবক আনোয়ার আল-আলাউই’র মৃত্যুদণ্ড সকলকে হতবাক করেছে। তার মৃত্যুদণ্ডের তথ্য তার পরিবারকে জানানো হয়নি, এমনকি আকিদাগত কারণে আটক হওয়ার পর মৃত্যুর হুমকিতে থাকা ব্যক্তিদের যে তালিকা মানবাধিকার সংস্থাগুলো করে থাকে তাতেও তার নাম ছিল না।

আনোয়ার আল-আলাউইকে ঠাণ্ডা মাথায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তার শোকগ্রস্ত পরিবার জানতোও না যে, কখন তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।  কেউ জানতেও পারেনি কখন ও কিভাবে তার বিচার হয়েছে? এমনকি তার প্রতি আরোপিত অভিযোগও স্পষ্ট ছিলনা।

সৌদি প্রশাসন থেকে তার মৃত্যুদণ্ডের বিষয়ে যা বলা হয়েছে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির অনুরূপ। এই মন্ত্রণালয়ের বাকি বিবৃতির মতো এই বিবৃতিতেও মিথ্যা অভিযোগ ও ভুল তথ্য রয়েছে।

ঘটনাটি এ বিষয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে এবং ভয়ংকর এক বাস্তবতার দ্বার উন্মোচন করেছে যে, যে সকল তথ্য প্রকাশিত হয় তারচেয়ে অনেক বেশি লোকের মৃত্যুদণ্ড প্রদান করা হয়।

আনোয়ার আল-আলাউইকে ২০১৭ সালে গ্রেপ্তার করা হয় এবং ২০২৩ সালে তার মৃত্যুদণ্ড দেয়া হয়। এ নিয়ে ২০২৩ সালের শুরু থেকে এ নাগাদ সৌদি আরবের শিয়া অধ্যুষিত অঞ্চল আশ-শারকিয়ার ৩ ব্যক্তি নিহত হল। সৌদি প্রশাসন চলতি বছরের মার্চ মাসে ধর্মীয় বিশ্বাসের কারণে আটক তরুণ হায়দার আল-তুহাইফাহকে মৃত্যুদণ্ড দেয়; এ মাসের শুরুতে, সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় একই অপরাধে বন্দী মিনহাল আল রিবহ-এর মৃত্যুদণ্ড কার্যকর করার ঘোষণা দেয়।

হায়দার এবং মিনহাল শিয়া বন্দিদের তালিকায় থাকলেও মৃত্যুদণ্ডের হুমকিতে ছিলেন না। এই তালিকায়  অপ্রাপ্ত বয়স্কসহ প্রায় ৭৫ জনের নাম রয়েছে।

সৌদি প্রশাসন কোন পূর্ব তথ্য প্রদান ছাড়া এবং দণ্ডিতদের পরিবারকে না জানিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করায়, এহেন নৃশংস পদক্ষেপে হতবাক নিহতদের পরিবার এবং মানবাধিকার সংস্থাগুলো।

আনোয়ারের নাম তালিকায় না থাকায় তার মৃত্যুদণ্ড ছিল অপ্রত্যাশিত। তাই তার মৃত্যুর সংবাদ সকলকে হতবাক করেছে এবং সম্ভাব্য ভয়ংকর বিপদের আভাস দিচ্ছে।

কোন প্রকার নিয়ম-নীতি ছাড়াই সৌদি প্রশাসনের নিষ্ঠুর ও দমনমূলক নীতির ধারাবাহিকতা যে কোন মুহূর্তে বিপর্যয়ের সৃষ্টি করতে পারে।

এছাড়া, সাম্প্রদায়িক প্রতিহিংসার শিকার বন্দীদেরকে মৃত্যুদণ্ডের হুমকি এবং তাদের নাম গোপন করা চরম উদ্বেগের জন্ম দিয়েছে।

আরব উপদ্বীপ মানবাধিকার প্রতিরক্ষা কমিটি সৌদি প্রশাসনকে জোরপূর্বক আটক ব্যক্তিদের নাম প্রকাশ এবং তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ স্পষ্টভাবে তুলে ধরার দাবী জানিয়েছে। এমনকি তাদের আইনজীবী নিয়োগের সুযোগ সহ সুষ্ঠু বিচারের জন্য বিচার বিভাগে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করার দাবী তুলেছে মানবাধিকার সংস্থাগুলো। এছাড়া জোরপূর্বক গৃহীত স্বীকারোক্তির ভিত্তিতে রাজনৈতিক প্রভাবে প্রভাবিত বিচারকার্যে প্রদান কৃত সাজা বাতিল এবং সাম্প্রদায়িক কারণে বন্দীদের বিরুদ্ধে জারি করা সমস্ত মৃত্যুদণ্ডের আদেশ বাতিল করার আহবান জানিয়েছে।#176