‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

১৯ মে ২০২৩

৩:২৮:১৫ PM
1366983

প্রতিবেশীদের সঙ্গে ইরানের সম্পর্ক: মার্কিন উদ্বেগ প্রত্যাখ্যান করল তেহরান

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের বাণিজ্যিক সহযোগিতা শক্তিশালী হওয়ার কারণে মার্কিন সরকার যে উদ্বেগ প্রকাশ করেছে তাকে ‘অযৌক্তিক ও অবৈধ’ বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলেছে, দেশটি সম্প্রতি রাশিয়া ও পাকিস্তানের সঙ্গে যেসব চুক্তি করেছে তা প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠার অংশ হিসেবে করা হয়েছে।

ইরানের উত্তরাঞ্চলীয় রাশত শহরের সঙ্গে আজারবাইজানের আস্তারা শহরের রেল সংযোগ স্থাপনের জন্য বুধবার তেহরান ও মস্কো একটি চুক্তি সই করে। দক্ষিণ এশিয়াকে উত্তর ইউরোপের সঙ্গে যুক্ত করতে যে নর্থ-সাউথ করিডোর নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে তার অংশ হিসেবে রাশত-আস্তারা রেল সংযোগ নির্মাণ করা হবে। ১৩০ কিলোমিটার দীর্ঘ ওই প্রকল্প নির্মাণে রাশিয়া ১৬০ কোটি ইউরো খরচ করবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র সম্প্রতি রাশিয়ার সঙ্গে ইরানের ওই চুক্তির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন। এছাড়া ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বৃহস্পতিবার দু’দেশের সীমান্তে একটি পাইকারি মার্কেট উদ্বোধন করেন যা আমেরিকাকে ক্ষুব্ধ করে তুলেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে লিখেছেন, ভিডিও লিঙ্কে যুক্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট রায়িসি ও রুশ প্রেসিডেন্ট পুতিন রাশত-আস্তারা রেল সংযোগ চুক্তি সই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। এছাড়া, প্রেসিডেন্ট রায়িসি পাক প্রধানমন্ত্রীর সঙ্গে সশরীরে বৈঠকে বসে দু’দেশের মধ্যে যৌথ বাজার উদ্বোধন করেছেন।

কানয়ানি বলেন, প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের লক্ষ্যে এসব চুক্তি করা হয়েছে এবং এসব চুক্তির ব্যাপারে তৃতীয় পক্ষ হিসেবে কারো উদ্বেগ-উৎকণ্ঠাকে আমলে নেবে না তেহরান।#

342/