‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শনিবার

২০ মে ২০২৩

৬:৪০:৫৮ PM
1367320

ভারতে প্রাচীনতম শিয়া অধ্যুষিত এলাকা বেঙ্গালুরু

বেঙ্গালুরু শহরে ১৯০৯ সালে নির্মিত ইমাম আসকারি (আ.) মসজিদ এবং ১৯ শতকের একটি শিয়া কবরস্থান রয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরু শহরে একাধিক শিয়া মসজিদ ও ইমামবাড়ি রয়েছে, যার বেশিরভাগই ২০০ বছর পূর্বে নির্মিত।

বেঙ্গালুরু শহরে ১৯০৯ সালে নির্মিত ইমাম আসকারি (আ.) মসজিদ এবং ১৯ শতকের একটি শিয়া কবরস্থান রয়েছে।

এই শহরের পুরানো বাসিন্দাদের একজন মনসুর আলী বলেন: বেঙ্গালুরু শহর আহলে বাইতের (আ.) সেই সকল অনুসারীদের বৃহৎ সমাবেশ স্থল যারা সারাবছর ধর্মীয় আচার-অনুষ্ঠান উদযাপন করতে আগ্রহী।

তার সংযোজন: এই শহরে কয়েকটি ঐতিহাসিক ইমামবাড়ি ও দর্শনীয় স্থান রয়েছে; যেগুলি সারা বছর খোলা থাকে এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানে আসা বিভিন্ন ধর্মের দর্শনার্থীদের জন্য খাবার, পানীয় এবং রাতে থাকার সুবিধা দিয়ে থাকে।

তিনি আরও বলেন: এই যিয়ারতের স্থান এবং মসজিদ নির্মাণের প্রতি আগ্রহের মূলে রয়েছে আলী আসকার নামক একজন ইরানী বণিক; যিনি ১৮২৪ সালে এই শহরে বসতি স্থাপন করেন এবং তাঁর সম্পদের একটি বড় অংশ পবিত্র জিয়ারতের স্থানগুলির সংস্কার এবং মসজিদ ও মাদ্রাসা নির্মাণে ব্যয় করেন।

বেঙ্গালুরু শহরে শিয়াদের উপস্থিতি সম্পর্কে মানসুর আলী বলেন, ৮০০ বছরে পূর্বে আরব বণিকদের আগমনের মাধ্যমে এই প্রাচীন শহরে শিয়াদের বসবাস শুরু হয়।

তিনি আরও বলেন, ইমাম আসকারি (আ.) মসজিদটি নামায আদায় ও ইবাদতের জন্য নির্মিত হয়েছে, এ মসজিদে সুন্নি মুসলমানদের উপস্থিতি চোখে পড়ার মত। অংশগ্রহণ করে থাকে। এখানে শিয়া ও সুন্নীদের মাঝে ভ্রাতৃত্ব সুলভ সম্পর্ক রয়েছে।#‌176