‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শনিবার

২০ মে ২০২৩

৬:৫১:২২ PM
1367323

মধ্যপ্রাচ্যকে সংঘাতের কেন্দ্রে পরিণত হতে দেব না : সৌদি যুবরাজ

মোহাম্মদ বিন সালমান বলেছেন: মধ্যপ্রাচ্যকে আমরা আর সংঘাতের ক্ষেত্র হতে দেব না; আমরা বছরের পর বছর ধরে সংঘাত করেছি এবং এতে শুধু জনগণের ক্ষতি হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা):  জেদ্দায় আরব লীগের নেতাদের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রদত্ত বক্তব্যে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেছেন: ফিলিস্তিনের ইস্যু বর্তমানে ইসলামী ও আরব বিশ্বের প্রধান সমস্যা এবং সৌদি আরবের পরিকল্পনার মধ্যে অগ্রাধিকার প্রাপ্ত, আমরা এই সমস্যা সমাধানের পথ খুঁজছি।

তিনি বলেন: "আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই ফিলিস্তিন জাতি এবং এর পবিত্র স্থানগুলির জন্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ইসরায়েলি অবৈধ বসতি নির্মাণ কাজ বন্ধে পদক্ষেপ নিতে হবে।"

সৌদি ক্রাউন প্রিন্স আরও বলেন: আমরা গাজার বিরুদ্ধে দখলদার ইসরাইলি সরকারের অপরাধমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই।

তিনি বলেন: আমরা আমাদের অঞ্চলকে আর সংঘাতের ক্ষেত্র হতে দেব না; আমরা বছরের পর বছর ধরে সংঘাত করেছি, এতে শুধু জনগণের ক্ষতি হয়েছে। আমরা ইয়েমেনি দলগুলোকে তাদের দেশের সংকট নিরসনের পথ খুঁজতে সাহায্য করার প্রচেষ্টা চালিয়ে যাব।

ইউক্রেন সংকট সম্পর্কে সৌদি ক্রাউন প্রিন্স বলেন: ইউক্রেন সংকট সমাধানে আন্তর্জাতিক প্রচেষ্টাকে আমরা সমর্থন করি এবং আমরা রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মধ্যস্থতা করতে প্রস্তুত।

সুদানের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন: আমরা সুদানে সংঘর্ষে লিপ্ত থাকা দু’ পক্ষ জেদ্দায় যে চুক্তি স্বাক্ষর করেছে তাকে স্বাগত জানাই, আমরা আশাবাদী এই পদক্ষেপটি একটি স্থায়ী যুদ্ধবিরতির সূচনা করবে। আমরা আশা করি জেদ্দা চুক্তি সুদানে যুদ্ধবিরতি বাস্তবায়নে বিশেষ ভূমিকা পালন করবে।#176