‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
সোমবার

২২ মে ২০২৩

২:৫৩:০৩ PM
1367813

রাখালকে মেরে আলকায়দা প্রধানকে হত্যা করেছে বলে মিথ্যা প্রচার চালাচ্ছে যুক্তরাষ্ট্র : সিএনএন

মে মাসের প্রথম দিকে সিরিয়ার উত্তর-পশ্চিম অঞ্চলে মার্কিন বিমান হামলায় আল-কায়েদা নেতা হত্যার যে দাবী মার্কিনীরা তুলেছিল মূলতঃ ঐ হামলা একজন হতভাগ্য রাখাল নিহত হয়েছে বলে তথ্য দিয়েছে মার্কিন এক গণমাধ্যম।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): মার্কিন সংবাদ সংস্থা সিএনএন এ প্রসঙ্গে জানিয়েছে, সিরিয়ার উত্তর-পশ্চিম অঞ্চলে মে মাসের গোড়ার দিকে মার্কিন বাহিনী বিমান হামলা চালিয়ে একটি অসহায় পরিবারের কর্তাকে হত্যা করে; যিনি পেশায় একজন রাখাল ছিলেন এবং চরমপন্থী কোনো গোষ্ঠীর সাথে তার সম্পর্ক ছিল না।

নিহতদের ভাইয়ের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, হামলায় নিহত ৫৬ বছর বয়সী লুতফি হাসান মাস্তো, ১০ সন্তানের জনক। পেশায় রাখাল লুতফি ইদলিব প্রদেশের আল-কারকানিহ গ্রামের বাসিন্দা।

লুতফির ভাই সিএনএনকে বলেন, গত ৩ মে তিনি কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনে ঘটনাস্থলে পৌঁছে দেখেন লুতফি এবং তার সাথে কিছু ভেড়া মরে পড়ে গেছে।

তিনি আরোও জানান, "ফ্রি সিরিয়ান আর্মি", সিরিয়ার সরকার বা আইএসআইএস কিংবা আল-কায়েদা ও তাহরির আল-শাম কারও সাথেই কোনো সম্পর্ক ছিল না লুতফির। তিনি নিতান্তই একজন সাধারণ ও বেসামরিক মানুষ ছিলেন এবং নিজ পরিবারের ভরণপোষণের জন্য রাখালের কাজ করতেন।

উল্লেখ্য, ইউএস সেন্ট্রাল কমান্ড ৩রা মে এক বিবৃতিতে ঘোষণা করেছিল, সকাল ১১:৪২ মিনিটে ইউএস সেন্ট্রাল কমান্ডের সৈন্যরা সিরিয়ার উত্তর-পশ্চিম অঞ্চলে আল-কায়েদার একজন নেতাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে বিবৃতিতে হতভাগ্য ঐ ব্যক্তির পরিচয় এবং অভিযান সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।

বলা বাহুল্য, দিনকে দিন কর্তৃত্ব হারানো সাম্রাজ্যবাদী মার্কিন অপশক্তি নিরীহ ও বেসামরিক রাখাল হত্যা করে আল-কায়দার প্রধানকে হত্যার নামে চালিয়ে দেওয়া মার্কিন অপশক্তির দুর্বলতার স্পষ্ট প্রমাণ।#176