‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
মঙ্গলবার

২৩ মে ২০২৩

৩:৩৬:৫৭ PM
1368152

জায়নবাদীদের বর্ণবাদী স্লোগান নিন্দা জানাতে বাধ্য হল স্বয়ং যুক্তরাষ্ট্র

অধিকৃত অঞ্চলে পতাকা মিছিলের র‍্যালীতে ইহুদিবাদীদের মুখে বর্ণবাদী স্লোগান যুক্তরাষ্ট্রকেও মুখ খুলতে বাধ্য করেছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): অধিকৃত অঞ্চলে পতাকা মিছিলে ইহুদিবাদীদের বর্ণবাদী স্লোগানে মুখ খুলতে বাধ্য হয়েছে স্বয়ং যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়, অধিকৃত কুদস এলাকায় ইহুদি বসতি স্থাপনকারীদের এমন বর্ণবাদী আচরণের নিন্দা জানিয়ে এ পদক্ষেপকে অগ্রহণযোগ্য বলা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলারের দাবী, ওয়াশিংটন সবসময় বর্ণবাদী ভাষা ব্যবহারের দৃঢ় বিরোধিতা করেছে এবং পতাকা মিছিলে “আরব জাতি ধ্বংস হোক" এর মতো ঘৃণ্য স্লোগানেরও আমরা নিন্দা জানাই।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ইহুদিবাদী কর্তৃক পবিত্র স্থানের অসম্মানের বিষয়ে কোন কথা উল্লেখ না করেই, সকলকে সংযম প্রদর্শন এবং উত্তেজনাপূর্ণ আচরণ এবং উত্তেজনা বাড়াতে পারে এমন শব্দ ব্যবহার থেকে বিরত থাকতে বলেছে।

১৯৬৭ সালে ইহুদিবাদী শাসক কর্তৃক অধিকৃত জেরুজালেমের পুরানো অংশ দখলের বার্ষিকী উপলক্ষে ১৮মে বার্ষিক পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি বাব আল-আমাউদ এবং জেরুজালেমের পুরানো এলাকার মধ্য দিয়ে অতিক্রম কে আল-আকসা মসজিদের আঙিনায় পৌঁছে, যেখানে "পতাকার নৃত্য" নামে একটি অনুষ্ঠান সঞ্চালিত হয় এবং ইহুদিবাদী বসতি স্থাপনকারীরা এই উস্কানিমূলক পদক্ষেপের মাধ্যমে জেরুজালেম থেকে ফিলিস্তিনিদের বহিষ্কারের দাবি জানায়।

পতাকা মিছিলে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, ইহুদিবাদী শাসকগোষ্ঠী অধিকৃত কুদস শহরকে একটি সামরিক ব্যারাকে পরিণত করে এবং শহরের বিভিন্ন এলাকায় তিন হাজারেরও অধিক সৈন্য মোতায়েন করে।

স্থানীয় ফিলিস্তিনি গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ইহুদিবাদীরা গতকালের এই উসকানিমূলক মিছিলে আরবদের বিরুদ্ধে বর্ণবাদী স্লোগান দেয়, যেমন- "আরবদের মৃত্যু হোক" এবং "আরবদের গ্রাম পুড়িয়ে দাও" ইত্যাদি।

ইহুদিবাদীরাও দখলদার ইসরাইলি পুলিশের সহায়তায় ফিলিস্তিনি যুবকদের ওপর হামলা চালায়।

বসতি স্থাপনকারীরা মিছিলে সংবাদ সংগ্রহ করার সময় বেশ কয়েকজন সাংবাদিকের উপর পাথর ও কাঁচের বোতল দিয়ে আক্রমণ করে। এ ঘটনায় বেশ কয়েকজন সাংবাদিক আহত হন।

ইহুদিবাদী সরকারের পার্লামেন্টের মন্ত্রী ও সদস্যরা, বিশেষ করে অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী এবং ইহুদিবাদী সরকারের মন্ত্রীসভার অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী ইতামার বেন গোয়ারও এই উসকানিমূলক মিছিলে অংশ নেয়।

অন্যদিকে, ইহুদিবাদীদের মোকাবেলায় ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে, নিজ দেশের সমর্থনে রাস্তায় নেমে আসে শত শত ফিলিস্তিনি।#176