‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
বৃহস্পতিবার

২৫ মে ২০২৩

৪:৫০:২৫ PM
1368764

ইসরায়েলি হামলায় বিস্ফোরিত শহীদ আল-খাজা’র বাড়ি + ভিডিও

ইসরায়েলি সেনাবাহিনী রামাল্লার পশ্চিমে নালিন গ্রামের একটি এপার্টমেন্ট ভবনে বিস্ফোরণের ছবি প্রকাশ করেছে। এই বাড়িটি মূলতঃ তেল আবিবের ডিজেনগফ স্ট্রিটে সশস্ত্র অভিযানে অংশগ্রহণকারী শহীদ মো'তাজ আল-খাজা’র পরিবারের।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): দখলদার ইসরায়েলি বাহিনী মঙ্গলবার সকালে রামাল্লার পশ্চিমে নালিন শহরে হামলা চালায় এবং এতে একজন ফিলিস্তিনি শহীদের বাড়ি বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায় যে, নালিন শহরে বসতিতে আক্রমণের সময়, ইসরায়েলি সেনাবাহিনী শহীদ মো'তাজ আল-খাজা’র বাড়ি ঘেরাও করে ফেলে এতে বিস্ফোরণ ঘটায়। শহীদ মো’তাজ আল খাজা ছিলেন তেল আবিবের ডিজেনগফ স্ট্রিটে সশস্ত্র অভিযান পরিচালনাকারী।

ইসরায়েলি সেনারা নালিন শহরে হামলার পর, এই অঞ্চলে ব্যাপক সংঘর্ষের সৃষ্টি হয়।

শহীদ মো'তাজ আল-খাজা গত ৯ মার্চ ডিজেনগফ স্ট্রিটে সশস্ত্র হামলা পরিচালনা করেন, ঐ হামলায় একজন জায়নবাদী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়।

মূলতঃ ইসরাইলের জেনিনের জাবাআ শহরে ফিলিস্তিনি ৩ মুজাহিদকে হত্যার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই, কাসাম ব্রিগেডের এ যোদ্ধা এই বীরত্বপূর্ণ অভিযান চালায়।#176