‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শুক্রবার

২৬ মে ২০২৩

৭:৪৩:০২ PM
1368835

ইহুদিবাদী ইসরাইলের ইন্ধনে মোহাম্মদ সানকূরকে অপমান ও অপদস্থ করা হয়েছে: শেইখ ঈসা কাসিম

শেইখ ঈসা কাসেম বলেন: সম্মানিত আলেমে দ্বীন শেইখ মোহাম্মদ সানকূর হলেন প্রকৃত মুমিনের জীবন্ত এক উদাহরণ; যিনি অত্যন্ত সম্মানিত, বিজ্ঞ ও বিচক্ষণ ব্যক্তিত্বের অধিকারী এবং সমস্ত বাহরাইনীর গর্ব।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আয়াতুল্লাহ শেইখ ঈসা কাসেম বলেছেন, বাহরাইনের অপরাধ বিষয়ক তদন্ত কার্যালয়ে ‘ইমাম সাদিক (আ.) মসজিদে'র জুমার খতীব শেইখ মুহাম্মদ সানকূরকে অপমান ও অপদস্থ করা হয়েছে ইহুদিবাদী ইসরাইলের ইন্ধনে।

তিনি বলেন: বাহরাইনের জনগণ কখনই শত্রুদের মোকাবিলায় আত্মসমর্পণ করবে না। তারা তাদের আলেম ও ধর্মীয় নেতাদের নিঃসঙ্গ ত্যাগ করবে না। তাদেরকে অর্থের লোভ দেখিয়ে শত্রুদের দলে ভিড়ানো যাবেনা এবং তারা কখনোই শত্রুদের সাথে আপোস করবে না।

গত ২৩ মে (মঙ্গলবার) এক বিবৃতিতে শেইখ ঈসা কাসেম বলেন, বাহরাইনের রাজনৈতিক ও নিরাপত্তা  কর্তৃপক্ষ কর্তৃক শেইখ সানকূরের অপমান ও অপদস্থের ঘটনাটি ইহুদিবাদী ইসরাইলের দাবি পূরণের লক্ষ্যে পরিকল্পিত ভাবে সংঘটিত হয়েছে যার লক্ষ্য ছিল ইসরাইলের অস্থায়ী সরকার ও ইহুদিবাদীদের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে নিজেদের অবস্থানকে পোক্ত করা।

তিনি আরো বলেন, দেশের সম্মানিত ব্যক্তিবর্গকে অপমান ও অবমাননা, অভ্যন্তরীণ নিরাপত্তা ধ্বংস করা, সামাজিক শান্তি হুমকির মুকে ফেলা, দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন সভ্যতার বিরুদ্ধে বোকামীপূর্ণ অভ্যূত্থান হিসেবে গন্য।

তার সংযোজন: সম্মানিত আলেমে দ্বীন শেইখ মোহাম্মদ সানকূর হলেন প্রকৃত মুমিনের এক জীবন্ত উদাহরণ; যিনি অত্যন্ত সম্মানিত, বিজ্ঞ ও বিচক্ষণ ব্যক্তিত্বের অধিকারী এবং সমস্ত বাহরাইনীর গর্ব।

শেইখ ঈসা কাসিম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এটা মনে করা বোকামি যে, বাহরাইনের জনগণ সৎকাজের নির্দেশ ও অসৎকাজে বাধা দানকারী আলেমগণকে শত্রুর মুখে নিঃসঙ্গ ত্যাগ করবে।

বাহরাইনে ইসলামের বাণীকে স্তব্ধ করা সম্ভব নয় এবং এর জনগণকে কুরআন, নবী (সাঃ) এবং ধর্মীয় নেতাদের থেকে আলাদা করা যাবেনা।

আয়াতুল্লাহ কাসেম স্পষ্ট ভাষায় বলেন, বিশিষ্ট আলেম শেইখ মুহাম্মাদ সানকূর জুমার নামাজের খুতবায় সত্য ছাড়া আর কিছুই বলেননি।

বিবৃতির শেষাংশে বাহরাইনী শিয়াদের আধ্যাত্মিক নেতা বলেন, হে আল্লাহ্ এই মুমিনদের সাহায্য করুন যারা তাদের ধর্ম নিয়ে গর্বিত এবং এই দেশটিকে বিদ্যমান ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিককরণের ত্রাস থেকে রক্ষা করুন।

এদিকে, আলে খলিফা প্রশাসনের দাবি, রাষ্ট্রীয় কর্মকর্তাদেরকে কটাক্ষ করে উস্কানিমূলক বক্তব্য প্রদানের জন্য শেইখ মোহাম্মদ সানকূরকে গ্রেপ্তার করা হয়েছে।#176