‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

২৭ মে ২০২৩

৭:১৮:৩৬ AM
1368981

হামলা হলে ইসরাইলকে মুছে ফেলা হবে

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইহুদিবাদী ইসরাইল যদি কোনক্রমে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালায় তাহলে তা বড় যুদ্ধের দিকে মোড় নেবে এবং ইসরাইলকে মুছে ফেলা হবে।

দক্ষিণ লেবানন থেকে ইহুদিবাদী ইসরাইলের সেনা প্রত্যাহারের বার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার এক টেলিভিশন ভাষণে তিনি এসব কথা বলেন। 

২০০০ সালের ২৫ মে ইসরাইলি সেনারা দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহর প্রতিরোধের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়। এর আগে দক্ষিণ লেবাননে ২২ বছরের দখলদারিত্ব কায়েম করে রেখেছিল ইসরাইলি সেনারা।

ইসরাইল সম্প্রতি হিজবুল্লাহর বিরুদ্ধে বড় রকমের সামরিক অভিযানের যে হুমকি দিয়েছে তার জবাব দিতে গিয়ে হিজবুল্লাহ মহাসচিব ইসরাইলকে লক্ষ্য করে বলেন, "তোমরা আমাদেরকে এ ধরনের হুমকি দিও না বরং আমরা তোমাদেরকে বৃহত্তর যুদ্ধের বিষয়ে হুঁশিয়ার করছি। যুদ্ধ শুরু হলে লক্ষ লক্ষ হিজবুল্লাহ যোদ্ধা দিয়ে যুদ্ধক্ষেত্র ভরে দেয়া হবে কারণ আগের চেয়ে হিজবুল্লার যোদ্ধা অনেক বেশি বেড়েছে। তিনি বলেন, দিন দিন প্রতিরোধ আন্দোলনের পরিসর বাড়ছে এবং হিজবুল্লাহর অর্থনৈতিক ও সামরিক সক্ষমতায় বিরাট পরিবর্তন এসেছে।#

342/