‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

২৭ মে ২০২৩

৭:১৯:০৩ AM
1368982

‘ইসরাইলকে যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য করেছে প্রতিরোধ সংগঠনগুলো’

ইহুদিবাদী ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা অব্যাহত রাখলে সবগুলো প্রতিরোধ সংগঠন একযোগে তেল আবিবের বিরুদ্ধে লড়াই করত বলে মন্তব্য করেছেন ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন-নাখালা।

তিনি বুধবার গাজায় দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, “যদি সাম্প্রতিক যুদ্ধ অব্যাহত থাকত তাহলে গাজাভিত্তিক প্রতিরোধ সংগঠন হামাস এবং লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ তাতে জড়িয়ে পড়ত।”

ইহুদিবাদী ইসরাইল গত ৯ মে গাজা উপত্যকার ওপর ভয়াবহ বিমান হামলা শুরু করে। হামলায় ইসলামি জিহাদ আন্দোলনের পাঁচ কমান্ডারসহ প্রায় অর্ধশত ফিলিস্তিনি নিহত এবং শতাধিক ফিলিস্তিনি আহত হন।

মূলত ইসলামি জিহাদের নেতা ও কমান্ডারদের টার্গেট করে ওই হামলা চালায় তেল আবিব। এর জবাবে ইসরাইল অভিমুখে অন্তত ১,০০০ রকেট নিক্ষেপ করে ইসলামি জিহাদ। তবে পাঁচদিনের সংঘাত মিশরের মধ্যস্থতায় এক যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয়।

জিয়াদ আন-নাখালা বলেন, সাম্প্রতিক ইসরাইলি আগ্রাসনের সময় তার সংগঠন সবচেয়ে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছিল।তিনি বলেন, ফিলিস্তিনিদের প্রতিরোধের মাত্রা দেখে ইহুদিবাদী ইসরাইল যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়েছে।#

342/