‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

২৭ মে ২০২৩

৭:২০:২৯ AM
1368984

ঢাকার কেরানীগঞ্জের জনসমাবেশে হামলা, ধাওয়া পাল্টা ধাওয়া, নিপুনসহ আহত অনেকে

ঢাকায় বিএনপির জনসমাবেশে হামলার অভিযোগ করেছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। তিনি গণমাধ্যমকে অভিযোগ করে বলেছেন, আজ শুক্রবার কেরানীগঞ্জে বিএনপির জনসমাবেশে চলাকালে আওয়ামীলীগ নেতাকর্মীরা এই হামলা করেছে। এতে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা কমিটির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরীসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী জানান, সকাল পৌনে এগারোটায় জিনজিরা রোডে এ ঘটনা ঘটে। এ সময় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। উত্তেজিত নেতাকর্মীরা দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করে। এছাড়াও সড়কের ওপর থাকা বেশ কয়েকটি ব্যক্তিগত গাড়ি ভাংচুর করে তারা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেলা পৌনে এগারোটার দিকে যুবদলের একটি মিছিল জিনজিরা ছাটগাও এলাকা থেকে সমাবেশ স্থলের দিকে আসে। মিছিলটি দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আসলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় উত্তেজিত নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে নিপুন রায়সহ উভয় পক্ষের বেশ কিছু নেতাকর্মী আহত হয়। এর আগে জন সমাবেশ উপলক্ষে সকাল থেকে মিছিল নিয়ে বিএনপি কার্যালয়ের দিকে আসতে থাকে নেতা-কর্মীরা। একই সময় দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগ কার্যালয়ে আবস্থান করছিল আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক দাবী করে বলেছেন, নিপুণ রায়সহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। নিপুণ রায়ের অবস্থা খুবই খারাপ। তার মাথায় বেশ কয়েকটি সেলাই লেগেছে। তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আবু আশফাক বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিএনপির সমাবেশের ওপর হামলা করলেও পুলিশ প্রথমে নীরব ভূমিকা পালন করেছে। তারা বিএনপির নেতাকর্মীদের ব্যারিকেড দিয়ে রেখেছিল। যদিও পরে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।

এদিকে, জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা সাকুর হোসেন সাকু বলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায়ের নেতৃত্বে আওয়ামী লীগ কার্যালয়ে হামলা করে ভাংচুর করে। এসময় তাদের ৩০ জন নেতাকর্মী আহত হন।  করে। ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন,  বিএনপির অতি উৎসাহী কিছু কর্মী আওয়ামী লীগ কার্যালয়ে হামলা করে। এতে ইটে আঘাতে বেশ কয়েক জন আহত হয়। পরে পুলিশ এসে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে তবে বিএনপির জনসভার  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী বলেন, এ সরকারের অধীনে নির্বাচন হলে ভোটারা ভোট কেন্দ্রে যেতে পারবে না এবং তার প্রমাণ বিএনপির ওপর আওয়ামীলীগের এ ধরনের হামলার ঘটনা। #

342/