‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ابنا
শনিবার

২৭ মে ২০২৩

৬:৫৬:৩৯ PM
1369122

ইমামিয়া ছাত্র সংগঠন বেলায়েতে ফকীহে’র নেতৃত্বাধীন শাসন ব্যবস্থার অনুগত

পাকিস্তান ইমামিয়া ছাত্র সংগঠনের সাবেক প্রধান বলেন, আমরা অঙ্গীকার করেছি যে, কখনোই ফকীহের নেতৃত্বাধীন শাসন ব্যবস্থাকে ত্যাগ করব না এবং সর্বদা ইসলাম ও পাকিস্তানের শত্রুদের স্বার্থ বিরোধী কাজ করব।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): মাজলিসে ওয়াহদাতে মুসলিমীনের ডেপ্যুটি সেক্রেটারি জেনারেল নাসের শিরাজি, পাকিস্তান ইমামিয়া ছাত্র সংগঠনের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রদত্ত এক বাণীতে বলেছেন: ৫১ বছর ধরে সংগঠনটি পাকিস্তানের আদর্শিক ও ভৌগোলিক সীমান্ত রক্ষা করে আসছে।

তিনি আরও বলেন: পাকিস্তানের ইমামিয়া ছাত্র সংগঠন সর্বদা দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং নির্যাতিতদের পক্ষে কাজ করে।

নাসের শিরাজি বলেন: ইমামিয়া ছাত্র সংগঠন সব সময় শহীদ আল্লামা আরেফ হোসাইনী ও শহীদ ডক্টর মোহাম্মদ আলী নকভীর চিন্তাধারা অনুসরণের মাধ্যমে অত্যাচারী শক্তির বিরোধিতা করেছে এবং মজলুমদের সহায়তা করেছে, আর এটিই আলাভীদের শিক্ষা।

তিনি বলেন: আমরা অঙ্গীকার করেছি যে, কখনোই ফকিহের নেতৃত্বাধীন শাসন ব্যবস্থাকে ত্যাগ করব না এবং সর্বদা ইসলাম ও পাকিস্তানের শত্রুদের স্বার্থ বিরোধী কাজ করব।

পাকিস্তানের ইমামিয়া ছাত্র সংগঠন একটি শিয়া মুসলিম ছাত্র সংগঠন। যা ১৯৭২ সালে ২২শে মে, লাহোর ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে ডক্টর সৈয়দ মুহাম্মদ আলী নকভীর মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে। পাকিস্তানে এখন সংগঠনটির প্রায় ১২০০ ইউনিট রয়েছে, যেগুলি মূলতঃ পাকিস্তানের চারটি প্রদেশ, ফেডারেল শাসিত উপজাতীয় অঞ্চল, আযাদ কাশ্মীর, গিলগিত ও বেলুচিস্তান অঞ্চল কেন্দ্রিক।#176