‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

২৮ মে ২০২৩

১০:৩৪:৩৩ AM
1369324

আরও অস্ত্র ও অর্থ পেতে ইরানকে অভিযুক্ত করছেন জেলেনস্কি: মুখপাত্র

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, পাশ্চাত্যের কাছ থেকে আরও বেশি অস্ত্র ও অর্থ পেতেই ইরানের বিরুদ্ধে একের পর এক মিথ্যাচার করে যাচ্ছে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আবারও অভিযোগ করেছেন, ইরান ইউক্রেন যুদ্ধে ড্রোন পাঠিয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবারও এ ধরণের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, এর মাধ্যমে অন্যের মনোযোগ আকর্ষণ করতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট। এর মাধ্যমে তিনি পশ্চিমাদের কাছ থেকে আরও বেশি অস্ত্র ও অর্থ আদায় করতে পারবেন বলে আশা করছেন।

কানয়ানি বলেন, ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন তথা প্রচারযুদ্ধ চালিয়ে ইউক্রেন যুদ্ধের বাস্তবতা পাল্টে দেওয়া যাবে না। ইরান সব সময় শান্তির পক্ষে। ইরানের পক্ষ থেকে বারবারই ইউক্রেন যুদ্ধের বিরোধিতা করা হয়েছে, যুদ্ধের কারণে যারা কষ্ট পাচ্ছেন তাদের জন্য ইরান মর্মাহত।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ইরানের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে ইউক্রেনকে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। তাদের দাবি ও প্রমাণ বিশ্লেষণের জন্য আলোচনার প্রস্তাব দেওয়া সত্ত্বেও ইউক্রেন তাতে রাজি হয়নি, বিষয়টি এড়িয়ে গেছে। এর মধ্যদিয়ে প্রমাণিত হয় তাদের অভিযোগের কোনো ভিত্তি নেই।

ইরান এর আগে বহুবার বলেছে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য কোনো ড্রোন দেওয়া হয়নি।#  

342/