‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
মঙ্গলবার

৩০ মে ২০২৩

৭:৪৯:১৬ PM
1369860

যুদ্ধের জন্য অপ্রস্তুত ইসরাইল ইরানের সামরিক শক্তিকে ভয় পায় : ইসরাইলি পত্রিকা

ইরান ও হিজবুল্লাহর সামরিক সক্ষমতা বৃদ্ধির কথা উল্লেখ করে ইসরায়েলি একটি পত্রিকা জানিয়েছে: ইরানের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত নয় ইসরাইল; তাদের প্রতিরোধ শক্তি ও পাল্টা জবাব দেবার ক্ষমতা নেই।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইসরায়েলের সংবাদপত্র ‘মাকর রিশন’ এক প্রতিবেদনে ইরান ও হিজবুল্লাহর সক্ষমতা বৃদ্ধির কারণে ইসরায়েলের সৃষ্ট ভীতি ও তাদের দুর্বল প্রতিরোধ ক্ষমতার কথা উল্লেখ করে লিখেছে, এক দশকের বিচ্ছিন্নতা ও অবরোধের কারণে ইরান একটি শক্তিশালী ও সুপরিচিত আঞ্চলিক শক্তিতে পরিণত হয়েছে। চীন ও রাশিয়ার সাথে তাদের জোট তৈরি এবং আরব দেশগুলোর সাথে সম্পর্কের উন্নয়ন উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

ঐ সংবাদপত্রের প্রতিবেদনে আরও বলা হয়েছে: গত মার্চে মাজদু’র ঘটনা এবং দক্ষিণ লেবানন থেকে রকেট উৎক্ষেপণের স্পষ্ট অর্থ হচ্ছে ইসরায়েলের প্রতিরোধ ক্ষমতা কর্মক্ষমতা হারিয়ে ফেলেছে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, লেবাননের সাথে উত্তেজনা বাড়লে ইসরাইল তার পূর্ণ শক্তি দিয়ে জবাব দেবে এটা সত্য, কিন্তু ইসরাইলের কৌশল হবে দুর্বল ও অনুপযোগী।

ইসরাইল ইরানের সাথে কোন যুদ্ধের পরিকল্পনা করতে অপ্রস্তুত, আসন্ন যুদ্ধে জড়িয়ে পড়ার পরিবর্তে তারা হলুদ সাংবাদিকতায় ব্যস্ত।

এদিকে, সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ গত দিনের বক্তব্যে সতর্ক করে বলেন, যে কোন বড় যুদ্ধে বাঁধলে তা সমস্ত সীমান্ত ব্যাপী ছড়িয়ে পড়বে এবং বিভিন্ন অঞ্চল ও রনক্ষেত্র  লক্ষ লক্ষ যোদ্ধা দ্বারা অবরুদ্ধ হয়ে যাবে।

হিজবুল্লাহর মহাসচীব আরও বলেন: প্রতিরোধ আন্দোলন অক্ষের মাঝে উঁচু পর্যায়ের মানবিক সক্ষমতা বিদ্যমান; যা ইসরায়েলের জনশক্তি হ্রাস এবং যুদ্ধ থেকে ইসরায়েলিদের পলায়নের মোকাবেলা করে।#176