‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

৩১ মে ২০২৩

১০:০০:৩৪ AM
1370034

ইরাককে মার্চে স্বাক্ষরিত নিরাপত্তা চুক্তি বাস্তবায়নের তাগিদ দিল ইরান

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী-আকবার আহমাদিয়ান বলেছেন, ইরান ও ইরাকের মধ্যে সম্প্রতি যে নিরাপত্তা চুক্তি সই হয়েছে তার মাধ্যমে দু’দেশের অভিন্ন সীমান্তে টেকসই নিরাপত্তা নিশ্চিত করার একটি রোডম্যাপ রয়েছে। এছাড়া, এই চুক্তির মাধ্যমে অন্যান্য বিষয়েও তেহরান ও বাগদাদের মধ্যে সহযোগিতা শক্তিশালী করার ক্ষেত্র প্রস্তুত হয়েছে।

আহমাদিয়ান সোমবার তেহরান সফররত ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল-আরাজির সঙ্গে এক বৈঠকে একথা বলেন। বৈঠকে গত মার্চ মাসে স্বাক্ষরিত নিরাপত্তা চুক্তি বাস্তবায়নের উপায় নিয়ে দুই নিরাপত্তা কর্মকর্তা মতবিনিময় করেন। পাশাপাশি তারা গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়েও কথা বলেন।

ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা বলেন, বহু মাস ধরে প্রস্তুতি নিয়ে ইরাক ও ইরানের মধ্যে যে নিরাপত্তা চুক্তি স্বাক্ষরিত হয়েছে তা কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে।আহমাদিয়ান বলেন, “আমরা আশা করছি ওই চুক্তির আওতায় ইরাক সরকার অবিলম্বে ইরানের সঙ্গে তার যৌথ সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করবে। এছাড়া, ইরাকে ইরানের ইসলামি বিপ্লব বিরোধী যেসব গোষ্ঠী রয়েছে সেগুলোর আস্তানাও ধ্বংস করতে হবে।”

বৈঠকে ইরাকের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা আরাজি ইরানের সঙ্গে স্বাক্ষরিত নিরাপত্তা চুক্তি বাস্তবায়নে বাগদাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ইরান-ইরাক সীমান্তে স্থিতিশীলতা বিরাজ করলে তা গোটা অঞ্চলে শান্তি ও নিরাপত্তা রক্ষায় সহায়ক হবে। তিনি বলেন, ইরাক সরকার ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ও সহযোগিতা রক্ষা করতে চায়।#

342/