‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

১ জুন ২০২৩

১০:০৮:১৮ AM
1370365

বাংলাদেশ ও ভারতের রাষ্ট্রদূত ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ করেছেন

ইসলামি প্রজাতন্ত্র ইরানে নিযুক্ত নয়া বাংলাদেশি রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরী বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করে নিজের পরিচয়পত্র পেশ করেন।

গত ১৬ মার্চ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে মঞ্জুরুল করিম খান চৌধুরীকে ইসলামি প্রজাতন্ত্র ইরানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়। এর আগে তিনি মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। মঞ্জুরুল করিম খান চৌধুরীর আগে এএফএম গওসেল আজম সরকার তেহরানে বাংলাদেশি রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন।

বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা মঞ্জুরুল করিম খান চৌধুরী ১৯৮৮ সালের ফেব্রুয়ারিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। পেশাদার কূটনীতিক হিসেবে তিনি লন্ডন, ইস্তাম্বুল, রোম ও বন্দর সেরি বেগাওয়ানে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে কাজ করেছেন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে যান্ত্রিক প্রকৌশলে স্নাতক ডিগ্রি অর্জনের পর রোমের ইউনিভার্সিটি লা সাপিয়েনজা থেকে ভূ-রাজনীতি এবং বৈশ্বিক নিরাপত্তা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।তিনি বিভিন্ন দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করেন। ব্যক্তিগত জীবনে রাষ্ট্রদূত চৌধুরী এক কন্যা ও এক পুত্রের জনক।

এদিকে, ইসলামি প্রজাতন্ত্র ইরানে নিযুক্ত নয়া ভারতীয় রাষ্ট্রদূত রুদ্র গৌড় শ্রেষ্ঠও বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করে নিজের পরিচয়পত্র পেশ করেন। 

342/