‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

২ জুন ২০২৩

৮:১৯:৫৯ PM
1370668

আইআরজিসির কর্মকর্তাদের বিরুদ্ধে আবার নিষেধাজ্ঞা দিল আমেরিকা

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কর্মকর্তাদের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা।একইসঙ্গে আইআরজিসি’র সঙ্গে জড়িত দাবি করে আরো কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন সরকার।

বৃহস্পতিবার আইআরজিসির গোয়েন্দা সংস্থার দুই শীর্ষস্থানীয় কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় মার্কিন অর্থ মন্ত্রণালয়। একইসঙ্গে আইআরজিসির সঙ্গে কথিত সম্পর্ক থাকার অভিযোগে ইরান ও তুরস্কের তিন ব্যক্তি এবং তুরস্ক-ভিত্তিক একটি এয়ারলাইন্সকে ওই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়।

মার্কিন সরকার দাবি করেছে, দেশের বাইরে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে বিশেষ করে সাংবাদিকদের বিরুদ্ধে কথিত গুপ্ত অপারেশনে আইআরজিসির সংশ্লিষ্টতার কারণে ওই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

তবে আইআরজিসির বিরুদ্ধে এই অভিযোগ প্রত্যাখ্যান করে তেহরান বলেছে, ইরানসহ গোটা মধ্যপ্রাচ্যে আইআরজিসির ক্রমবর্ধমান প্রভাব খর্ব করার লক্ষ্যে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার আইআরজিসির যে দুই কর্মকর্তার বিরুদ্ধে ওয়াশিংটন নিষেধাজ্ঞা দেয় তারা হলেন আইআরজিসির গোয়েন্দা সংস্থার পরিচালক রেজা সিরাজ এবং এই বাহিনীর সাবেক শীর্ষস্থানীয় কর্মকর্তা রুহুল্লাহ বাজগান্দি। এছাড়া আইআরজিসিকে বহির্বিশ্বে কথিত গুপ্ত অপারেশন পরিচালনা করতে সহযোগিতা করার অভিযোগে তুরস্কের রেই এয়ারলাইন্সের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দেয়া হয।#

342/