‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

৩ জুন ২০২৩

৬:৩৬:২৬ PM
1370969

মিশর সীমান্তে গুলিতে ৩ ইসরাইলি সেনা নিহত

মিশর সীমান্তে গুলিতে তিন ইসরাইলি সেনা নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও কয়েকজন। দখলদার ইসরাইলি সেনাবাহিনী এই তথ্য নিশ্চিত করে বলেছে, মিশর সীমান্তে একজন অস্ত্রধারী ইসরাইলি সেনাদের লক্ষ্য করে গুলি চালালে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ইসরাইলের এক নারী সেনাও রয়েছে।

এরপর হামলাকারী বন্দুকধারীকে হত্যা করা হয়েছে বলে ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে। 

একটি সূত্র বলছে, সীমান্তে সংঘর্ষের সময় মিশরের সীমান্তরক্ষী বাহিনীর একজন কর্মকর্তা নিহত হয়েছে। ইসরাইলি সেনাদের গুলিতে ঐ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। নিতসানা ক্রসিং পয়েন্টের কাছে গুলি বিনিময়ের এ ঘটনা ঘটেছে।

এদিকে, ইসরাইলের যুদ্ধমন্ত্রী ঐ ঘটনার পরপরই তাদের সেনা কমান্ডারদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। ইসরাইলি সূত্রগুলো বলছে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী ইসরাইলি সেনাদের নিশানা করেছে বন্দুকধারী ব্যক্তি। আজকের এই ঘটনাকে অস্বাভাবিক ঘটনা হিসেবে বর্ণনা করা হচ্ছে।#  

342/