৩ জুন ২০২৩ - ১৮:৩৯
আমেরিকা-ইসরাইলের ক্ষোভকে পাত্তা দিচ্ছে না তেহরান

ইসলামি প্রজাতন্ত্র ইরান জাতিসংঘ সাধারণ পরিষদের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আমেরিকা ও ইসরাইল যে ক্ষোভ প্রকাশ করেছে তাকে উড়িয়ে দিয়েছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি আজ (শনিবার) তার টুইটার পেইজে দেয়া এক পোস্টে বলেছেন, যে দেশ কয়েক দশক ধরে একাধিপত্য বিস্তার করে রেখেছে ও বহু পাক্ষিকতাকে মুছে দিয়েছে এবং ইহুদিবাদী ইসরাইলকে সমর্থন করতে গিয়ে জাতিসংঘের বিশ্বস্ততাকে ক্ষতিগ্রস্ত করেছে সেই দেশ এখন ইরানের নির্বাচিত হওয়াকে মেনে নিতে পারছে না; জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর উপর ক্ষোভ প্রকাশ করছে। কিন্তু বাস্তবতা হচ্ছে আমেরিকা এবং বর্ণবাদী ইসরাইলের অনুকূলে এখন বাতাস বইছে না।

ইরান নির্বাচিত হওয়ার পর জাতিসংঘের ব্যবস্থাপনা ও সংস্কার বিষয়ক মার্কিন প্রতিনিধি ক্রিস লিউ বিরোধিতা করে বলেন, এই নিয়োগে ওয়াশিংটনের আপত্তি আছে। জাতিসংঘে আমেরিকার অল্টারনেটিভ রিপ্রেজেন্টেটিভ ফর স্পেশাল পলিটিক্যাল অ্যাফেয়ার্স রবার্ট উড বলেন, ইরান নির্বাচিত হওয়ায় হোয়াইট হাউজ গভীরভাবে উদ্বিগ্ন। এছাড়া, জাতিসংঘে ইহুদিবাদী ইসরাইলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানোন ইরানের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ উত্থাপন করেন।
এর আগে ইরান যাতে এসব পদে নির্বাচিত না হতে পারে তার জন্য নিউ ইয়র্কে জাতিসংঘের মার্কিন মিশন ব্যাপকভাবে লবিং করেছে। তবে সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে ইরান সম্মানজনক পদে নির্বাচিত হয়েছে।

গত বৃহস্পতিবার ইরান জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম বার্ষিক অধিবেশনের অন্যতম ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়। আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হবে। ওই অধিবেশনে ইরান এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবে।

এর পাশাপাশি ইরান সর্বসম্মতভাবে জাতিসংঘের ডিস-আরমামেন্ট অ্যান্ড নন প্রোলিপারেশন কমিটির প্রতিবেদক হিসেবে নিযুক্ত হয়েছে। এছাড়া এই কমিটির একটি সদস্য পদেও মনোনীত হয়েছে ইরান।
জাতিসংঘ সাধারণ পরিষদ হচ্ছে একমাত্র প্লাটফর্ম যেখানে ১৯৩টি সদস্য দেশ কথা বলার সুযোগ পায়।#

342/