‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

৪ জুন ২০২৩

১:২৮:১৬ PM
1371112

দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে প্রস্তুত ইরান ও পাকিস্তান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ মোখবের পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন। গতকাল (শনিবার) আঙ্কারায় তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের শপথ অনুষ্ঠানের অবকাশে তাদের মধ্যে বৈঠক হয়।

এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দুই দেশের অভিন্ন সীমান্ত পয়েন্টে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির সঙ্গে দেখা-সাক্ষাতের প্রসঙ্গ টানেন এবং সীমান্ত বাজার চালুর উদ্যোগকে দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির ক্ষেত্রে বড় ধরণের পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। দুই নেতাই দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে প্রস্তুতির কথা জানান এবং দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেন।

গত ১৮ মে ইরানের প্রেসিডেন্ট ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সিস্তান ও বেলুচিস্তান সীমান্তে দুই দেশের মধ্যে প্রথম যৌথ বাজার চালু হয়েছে।

প্রতিবেশী ইরান ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ক্রমেই জোরদার হচ্ছে। পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় গত শুক্রবার জানিয়েছে, তারা প্রতিবেশী আফগানিস্তান, ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়ার সঙ্গে পণ্যের বিনিময়ে বাণিজ্য করার জন্য একটি আইন পাস করেছে।

ইরান, রাশিয়া ও আফগানিস্তানে পণ্যের বিনিময়ে পাকিস্তান যেসব পণ্য রফতানি করবে তার মধ্যে রয়েছে পাকিস্তান দুধ ও দুগ্ধজাত পণ্য, ডিম, গম ও জবের মতো বিভিন্ন খাদ্যশস্য, গোশত, মাছ, ফলমূল, শাকসবজি, চাল, লবণ, ওষুধ, চামড়াজাত পণ্য, জুতা, স্টিল এবং ক্রীড়া সামগ্রী।

পণ্যের বিনিময়ে ইরান থেকে পাকিস্তান যে সমস্ত পণ্য নেবে তার মধ্যে রয়েছে ফলমূল, বাদাম জাতীয় পণ্য, শাকসবজি, মসলা, খনিজ সম্পদ ও নানা রকম ধাতু, কয়লা এবং কয়লাজাত পণ্য, অপরিশোধিত তেল, এলএনজি এবং এলপিজি, রাসায়নিক পণ্য, সার, প্লাস্টিক ও রাবার জাতীয় পণ্য, র’ হাইড অ্যান্ড স্কিন, উল এবং লোহা ও ইস্পাতের তৈরি বিভিন্ন জিনিসপত্র।#

342/