‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

৪ জুন ২০২৩

১:২৯:২১ PM
1371114

ইরান-ইউরোপ সম্পর্ক বাড়াতে ভূমিকা রাখবে বেলজিয়াম: পররাষ্ট্রমন্ত্রী

ইরান ও ইউরোপের মধ্যে সহযোগিতা শক্তিশালী করার ক্ষেত্রে সহযোগিতা করতে নিজের প্রস্তুতি ঘোষণা করেছে বেলজিয়াম। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাদজা লাহবিব এই প্রস্তুতি ঘোষণা করে বলেছেন, ইউরোপীয় বন্দিদের মুক্তি দেয়ার ক্ষেত্রে তেহরান যে সহযাগিতা করেছে তা সত্যিই প্রশংসনীয়।

লাহবিব শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে এক টেলিফোনালাপে এসব কথা বলেন।সম্প্রতি ইরান মানবিক পদক্ষপ নিয়ে ডেনমার্কের একজন এবং অস্ট্রিয়ার দুই নাগরিককে মুক্তি দেয়। বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বন্দি মুক্তির এ ঘটনা তেহরান ও ব্রাসেলসের সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা করবে। 

ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ইরান পারস্পরিক সম্মানের ভিত্তিতে কার্যকর ও ফলপ্রসূ সম্পর্ক গড়ে তুলতে চায়।এই কাজে বেলজিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে ইরানের সাম্প্রতিক বন্দি বিনিময়ের ঘটনায় বেলজিয়ামের ভূমিকার প্রশংসা করেন আমির-আব্দুল্লাহিয়ান।#

342/