‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

৪ জুন ২০২৩

১:৩০:০৩ PM
1371115

প্রতিরোধ ফ্রন্টের অনুকূলে একটি নয়া বিশ্ব ব্যবস্থা গড়ে উঠছে: রায়িসি

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, প্রতিরোধ ফ্রন্টের অনুকূলে একটি নয়া বিশ্ব ব্যবস্থা গড়ে উঠতে যাচ্ছে এবং সেই বিশ্ব ব্যবস্থায় ইরান একটি বড় ভূমিকা পালন করবে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা ও প্রভাব ক্রমাগত কমে যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেছেন।

প্রেসিডেন্ট রায়িসি শনিবার তেহরানে ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্থপতি ইমাম খোমেনীর (রহ.) ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। তিনি বলেন, বিশ্ব রাজনৈতিক পরিমণ্ডলে ইমাম খোমেনীর মতাদর্শ বড় ধরনের উন্নয়ন ঘটিয়েছে। তার নেতৃত্বাধীন বিপ্লব সকল রাজনৈতিক সমীকরণ পাল্টে দিয়েছে এবং একটি নয়া রাজনৈতিক ব্যবস্থা ও একটি নয়া বিশ্ব ব্যবস্থার জন্ম দিয়েছে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, বিশ্বব্যাপী মার্কিন আধিপত্যের সবগুলো সূচক এখন এই ইঙ্গিত দিচ্ছে যে, আমেরিকার শক্তি খর্ব হচ্ছে এবং আঞ্চলিক বিভিন্ন সংস্থাসহ উদীয়মান শক্তিগুলোই বিশ্বব্যাপী প্রধান চালিকাশক্তিতে পরিণত হতে যাচ্ছে।

রায়িসি বলেন, নয়া এই বিশ্ব ব্যবস্থা তৈরিতে ইরানের ইসলামি বিপ্লব যে বড় ধরনের ভূমিকা রেখেছে তাতে কোনো সন্দেহ নেই। আর এই বিশ্ব ব্যবস্থা গড়ে উঠছে প্রতিরোধ ফ্রন্টের অনুকূলে।

রায়িসি বলেন, বিশ্বের পরাশক্তির দাবিদার দেশগুলো এখন ইরানের ক্রমবর্ধমান শক্তিমত্তার বিষয়টি স্বীকার করছে। তিন বলেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে ইরানের শক্তিমত্তা এখন আর কারো পক্ষে উপেক্ষা করা সম্ভব নয়। এ অঞ্চলে এখন এমন কোনো ঘটনা ঘটে না যেখানে ইরানের কোনো ভূমিকা নেই।#

342/