‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

৪ জুন ২০২৩

১:৩০:৩১ PM
1371116

নতুন নতুন আঞ্চলিক জোট গঠন করবে ইরান: নৌবাহিনীর কমান্ডার

ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, তার দেশ নিজের নিরাপত্তা শক্তিশালী করার জন্য নতুন নতুন আঞ্চলিক জোট গঠন করবে। তিনি শনিবার টেলিভিশনে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে বলেন, ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও ইরাকের নৌবাহিনীর সমন্বয়ে অচিরেই একটি জোট গঠিত হতে যাচ্ছে।

অ্যাডমিরাল ইরানি বলেন, বর্তমানে আঞ্চলিক দেশগুলো একথা ভালোভাবে উপলব্ধি করতে পেরেছে যে, নিজেদের মধ্যে সমন্বয় ও সহযোগিতা ছাড়া আঞ্চলিক নিরাপত্তা বলয় গড়ে তোলা সম্ভব নয়।

ইরানের নৌকমান্ডার বলেন, ওমান ও ইরান অতীতে বহুবার যৌথ নৌ মহড়ায় অংশ নিয়েছে। কিন্তু এখন অন্যান্য দেশও একটি বহুমুখী নৌ সহযোগিতায় অংশ নিতে দৃঢ় ইচ্ছা প্রকাশ করেছে।

যেসব দেশ এই আগ্রহ প্রকাশ করেছে সেসব দেশের নাম বলতে গিয়ে তিনি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, ইরাক, পাকিস্তান ও ভারতের নাম উল্লেখ করেন। এছাড়া, ইরান, রাশিয়া ও চীন অতীতে গঠিত একটি নৌজোটকে আরো শক্তিশালী করছে বলেও তিনি জানান।

ইরানের নৌকমান্ডার বলেন, প্রকৃতপক্ষে ভারত মহাসাগরের উত্তর অংশে অবস্থিত সবগুলো দেশ এখন এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, তারা ইরানের সঙ্গে সমন্বয় ও মৈত্রীর মাধ্যমে তাদের নিরাপত্তা শক্তিশালী করতে পারে।

ইরানের নৌবাহিনীর কমান্ডার এমন সময় এ বক্তব্য দিলেন যখন ইহুদিবাদী ইসরাইল এখন থেকে এক বছর আগে কয়েকটি আরব দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পর বাগাড়ম্বর করে বলেছিল, মধ্যপ্রাচ্যে ‘ইরানের প্রভাব খর্ব’ করার জন্য তেল আবিব ‘মধ্যপ্রাচ্য-ভিত্তিক একটি ন্যাটো জোট’ গঠন করবে।#

342/